স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ মার্চ : রাজধানীর গ্রেন্ডোস ক্লাব সংলগ্ন এলাকায় গ্যাসের পাইপ লাইন ফেটে ভয়াবহ অগ্নিকান্ড। জানা যায় গ্রেন্ডোস ক্লাব সংলগ্ন এলাকায় কয়েকজন শ্রমিক মাটি খননের কাজ করছিল। সেই সময় আচমকা মাটির নিচে থাকা গ্যাসের পাইপ লাইন ফেটে গ্যাস নির্গত হতে থাকে। একটা সময় নির্গত হওয়া গ্যাসে আগুন লেগে যায়।
স্থানীয়রা আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে দমকল কর্মীদের খবর দেয়। দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় দমকলের দুইটি ইঞ্জিন। দমকল কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনে। জার কারনে তেমন কোন কিছু ক্ষয়ক্ষতি হয় নি। এক দমকল কর্মী জানান তারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসলেও গ্যাসের পাইপ থেকে গ্যাস নির্গত হচ্ছে। মাটি খনন করা হয়েছে। ধারনা করা হচ্ছে মাটি খনের ফলে গ্যাসের পাইপ লাইন ফেটে যায়। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার বেশ কিছু সময় বাদে টিএনজিসিএল-এর কর্মীরা ঘটনাস্থলে পৌছায় এবং গ্যাসের পাইপ লাইন সারাই করে।