Tuesday, March 25, 2025
বাড়িরাজ্যঅভিযোগের কাঠগড়ায় ত্রিপুরা মেডিক্যাল কলেজের ফিজিওলজি বিভাগের প্রধান অধ্যাপিকা

অভিযোগের কাঠগড়ায় ত্রিপুরা মেডিক্যাল কলেজের ফিজিওলজি বিভাগের প্রধান অধ্যাপিকা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ মার্চ : বড়সড় অভিযোগ সামনে আসল ত্রিপুরা মেডিক্যাল কলেজের বিরুদ্ধে। অভিযোগ ত্রিপুরা মেডিক্যাল কলেজে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে পড়ুয়াদের পাস করিয়ে দেওয়া হচ্ছে। কলেজের ফিজিওলজি বিভাগের প্রধান অধ্যাপিকা ডাঃ সোমা চৌধুরীর বিরুদ্ধে এই চাঞ্চল্যকর অভিযোগ ইতিমধ্যে সামনে এসেছে। কলেজের অধ্যক্ষের নিকট ইতিমধ্যে তিন পড়ুয়া লিখিত অভিযোগ জানিয়েছেন বলে খবর। বিষয়টি প্রকাশ্যে আসার পর কলেজের আধিকারিকদের দৌড়ঝাঁপ শুরু হয় গেছে। গোটা ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে খবর। তবে এখনো কলেজের পক্ষ থেকে এই ঘটনার বিষয় নিয়ে কোন ধরনের প্রতিবাদ কিংবা স্পষ্টীকরণ দেওয়া হয় নি। তার থেকে অনুমান করা যায় যে অভিযোগ সামনে এসেছে তার সত্যতা রয়েছে।

এই ঘটনার প্রতিবাদে এইবার সরব হল বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই ও টিএসইউ। শনিবার এসএফআই ও টিএসইউ-র পক্ষ থেকে মেডিক্যাল এডুকেশনের অধিকর্তার নিকট ডেপুটেশান প্রদান করা হয়। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন এসএফআই-র রাজ্য সম্পাদক। তিনি জানান ত্রিপুরা মেডিক্যাল কলেজের ঘটনা নিয়ে মেডিক্যাল এডুকেশনের অধিকর্তার দপ্তর এবং রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী নিরব ভূমিকা পালন করছেন। এই ঘটনা ধামা চাপা দেওয়ার চেষ্টা চলছে। তিনি দাবি জানান অভিযুক্ত অধ্যাপিকার বিরুদ্ধে তদন্ত করতে হবে। উচ্চ আদালতের একজন অবসরপ্রাপ্ত বিচার পতিকে দিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত করতে হবে। আগামি ৭ দিনের মধ্যে তাদের দাবি পূরণ করা না হলে এসএফআই ও টিএসইউ আগামিদিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে জানান তিনি। কিছুদিন পূর্বে ত্রিপুরা মেডিক্যাল কলেজের নাম সংবাদের শিরোনামে উঠে আসে পড়ুয়াদের র্যাদগিং করার জন্য। যদিও সেইবার চাপে পরে কলেজের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এইবার রেগিং-এর থেকে গুরুতর অভিযোগ সামনে এসেছে। এখন দেখার কলেজের পক্ষ থেকে এবং মেডিক্যাল এডুকেশনের অধিকর্তার পক্ষ থেকে কি পদক্ষেপ গ্রহণ করা হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য