স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০১ মার্চ : চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে উঠে গিয়েছে ভারত। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে রবিবারের ম্যাচ শুধুই ঠিক করে দেবে সেমিফাইনালে কার বিরুদ্ধে কে খেলবে। রবিবারের ম্যাচে তাই কিছু ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা রয়েছে ভারতীয় দলের। মহম্মদ শামিকে বিশ্রাম দেওয়া হতে পারে।
শুক্রবার ভারতীয় দলের অনুশীলনে দেখা গেল অর্শদীপ সিংহকে টানা বল করে যেতে। ১৩ ওভার বল করেছেন তিনি। সেখানে শামি মাত্র ৬-৭ ওভার বল করেছেন। তিনি পুরোদমে বলও করছিলেন না। চোট সারিয়ে ফেরা শামিকে সেমিফাইনালের আগে বিশ্রাম দিতে চাইবে দল। সেই কারণে বোলিং কোচ মর্নি মর্কেলকে বেশি সময় কাটাতে দেখা গেল অর্শদীপের সঙ্গে।
পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের মাঝে চোট পেয়েছিলেন শামি। পরে যদিও ফিরে এসে বল করেছিলেন। কিন্তু শামিকে নিয়ে ঝুঁকি নিতে রাজি নয় ভারতীয় দল। সেমিফাইনালের মতো কঠিন ম্যাচে তাঁকে প্রয়োজন হবে। সেই কারণে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে বিশ্রাম দেওয়া হতে পারে।
শুক্রবার সাংবাদিক বৈঠকে লোকেশ রাহুল যদিও জানিয়েছেন যে, সব ক্রিকেটারই সুস্থ রয়েছেন। তবে বোলিং আক্রমণে বদল হতে পারে, সেই ইঙ্গিত দিয়েছেন সহকারী কোচ রায়ান টেন দুশখতে। শামির জায়গায় যেমন অর্শদীপ খেলতে পারেন, তেমনই কুলদীপ যাদবকে বিশ্রাম দিয়ে বরুণ চক্রবর্তীকে খেলাতে পারে ভারত। চোট পেয়েছিলেন রোহিত শর্মাও। তাঁকে বিশ্রাম দেওয়া হবে কি না সেই নিয়েও চর্চা চলছে। রোহিত না খেললে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন শুভমন গিল। ওপেনার হিসাবে খেলতে পারেন লোকেশ রাহুল। সে ক্ষেত্রে ঋষভ পন্থ জায়গা করে নিতে পারেন দলে।