স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ মার্চ : পুটিয়া আন্তর্জাতিক সীমান্তে বিএসএফের গুলিতে মৃত পাচারকারীকে শনিবার বিকেল ৪ টায় পুটিয়া বিওপি -র অধীনস্থ ১৪৩ নং গেট দিয়ে মৃতদেহ হস্তান্তর করা হয়।ঘটনা শুক্রবার রাত আনুমানিক ৮ টার নাগাদ। ঘটনাটি ঘটে কলমচৌড়া থানার পুটিয়া আন্তর্জাতিক সীমান্তের ১৪৬ ও ১৪৭ নম্বর গেটের মাঝবর্ তীএলাকায়। নিহত ব্যক্তির নাম এম ডি আলামিন, তার বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলার কসবা ধানাধিন পুটিয়া গ্রামে। জানা যায়, পাচারকারীরা সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে চিনি পাচারের চেষ্টা করছিলেন।
বিএসএফ তাদের বাধা দিলে বাংলাদেশ দিক থেকে পাচারকারীরা পাথর নিক্ষেপ করতে থাকে। আত্মরক্ষার্থে বিএসএফ গুলি চালালে পাচারকারী এম ডি আলামিন গুরুতর আহত হয়। আহত অবস্থায় বিএসএফ তাকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করে। বিএসএফের দাবি, পাচারকারীরা নিয়মিত সীমান্তে সমস্যা তৈরি করছে এবং তারা বাধা মানতে চায় না। শনিবার দুই দেশের পতাকা মিটিং এর মাধ্যমে তার মৃতদেহ বাংলাদেশ প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়। এই পতাকা মিটিং -এ উপস্থিত ছিলেন বাংলাদেশ কসবা থানার ওসি আব্দুল কাদের, বিজিবির ৬০ ব্যাটেলিয়ানের লেফলেন্ট কর্নেল কমান্ডেন্ট জিয়াউর রহমান, অপরদিকে ভারতীয় কলমচৌড়া থানার এস আই অরুণ দেববর্মা, বিএসএফ ৪৯ ব্যাটেলিয়ান কমান্ডেন্ট অজিত কুমার সহ বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।