Tuesday, March 25, 2025
বাড়িরাজ্যশ্লীলতাহানীর দায়ে সাজা ঘোষণা করল আদালত

শ্লীলতাহানীর দায়ে সাজা ঘোষণা করল আদালত

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ মার্চ : শ্লীলতাহানীর দায়ে এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করল সোনামুড়া স্থিত সিপাহীজলা জেলার জেলা ও দায়রা আদালত। সিপাহীজলা জেলা ও দায়রা আদালতের সরকারি আইনজীবী চঞ্চল রায় চৌধুরী জানান ২০১৯ সালের ১৯ ডিসেম্বর বিকালে মোহনভোগ গ্রাম পঞ্চায়েত এলাকার এক মহিলার শ্লীলতাহানি করে ইউনুস মিয়া নামে এক ব্যক্তি।

পরবর্তী সময় ঐ মহিলা ২০১৯ সালের ২৪ ডিসেম্বর মেলাঘর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মামলায় তদন্তকারী অফিসার তদন্ত প্রক্রিয়া শেষ করে আদালতে চার্জশিট জমা দেন। তারপর সোনামুড়াস্থিত সিপাহীজলা জেলার জেলা ও দায়রা আদালতে শুরু হয় বিচারপ্রক্রিয়া। মামলার বিচার প্রক্রিয়া চলাকালীন সময় ১১ জন সাক্ষীর সাক্ষ্য বাক্য গ্রহণ করা হয়। শনিবার বিচারক অভিযুক্ত ইউনুস মিয়াকে দোষী সাব্যস্ত করে ৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও একমাস কারাদণ্ডের সাজা ঘোষণা করেন। পাশাপাশি ঐ মহিলাকে মারধরের দায়ে আরও তিন মাসের সাজা ঘোষণা করেন বিচারক। উভয় সাজা এক সাথে চলবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য