স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ মার্চ : শ্লীলতাহানীর দায়ে এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করল সোনামুড়া স্থিত সিপাহীজলা জেলার জেলা ও দায়রা আদালত। সিপাহীজলা জেলা ও দায়রা আদালতের সরকারি আইনজীবী চঞ্চল রায় চৌধুরী জানান ২০১৯ সালের ১৯ ডিসেম্বর বিকালে মোহনভোগ গ্রাম পঞ্চায়েত এলাকার এক মহিলার শ্লীলতাহানি করে ইউনুস মিয়া নামে এক ব্যক্তি।
পরবর্তী সময় ঐ মহিলা ২০১৯ সালের ২৪ ডিসেম্বর মেলাঘর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মামলায় তদন্তকারী অফিসার তদন্ত প্রক্রিয়া শেষ করে আদালতে চার্জশিট জমা দেন। তারপর সোনামুড়াস্থিত সিপাহীজলা জেলার জেলা ও দায়রা আদালতে শুরু হয় বিচারপ্রক্রিয়া। মামলার বিচার প্রক্রিয়া চলাকালীন সময় ১১ জন সাক্ষীর সাক্ষ্য বাক্য গ্রহণ করা হয়। শনিবার বিচারক অভিযুক্ত ইউনুস মিয়াকে দোষী সাব্যস্ত করে ৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও একমাস কারাদণ্ডের সাজা ঘোষণা করেন। পাশাপাশি ঐ মহিলাকে মারধরের দায়ে আরও তিন মাসের সাজা ঘোষণা করেন বিচারক। উভয় সাজা এক সাথে চলবে।