Sunday, March 23, 2025
বাড়িরাজ্যস্বাধীনতার এত বছর পর বিদ্যুৎ পৌঁছালো দুই গ্রামে

স্বাধীনতার এত বছর পর বিদ্যুৎ পৌঁছালো দুই গ্রামে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ মার্চ : ধলাই জেলার গঙ্গানগর ব্লকের বাট্টাপাড়া ও শম্ভুরামপাড়া এলাকায় স্বাধীনতার পর প্রথমবার বিদ্যুতিক আলো দেখলো গ্রামবাসী। এই আলো দেখে অত্যন্ত আনন্দিত দুই গ্রামের ৩৪ টি বাড়ির মোট ৮২ টি পরিবার। এত বছর পর গ্রামে বিদ্যুৎ পৌঁছাতে পেরে বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান। শুক্রবার তিনি দুটি গ্রাম পরিদর্শনে যান। স্থানীয়দের সাথে কথা বলেন। তাদের অভাব অভিযোগ শুনেন। তারপর তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, শুধু আগরতলা শহরে থাকলে উন্নয়ন দেখা যায় না, উন্নয়ন দেখতে হলে প্রত্যন্ত এলাকায় আসতে হবে। বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর কেন্দ্র এবং রাজ্য সরকার প্রত্যন্ত এলাকার উন্নয়নের দিকে বিশেষ নজর দিয়েছে।

যে সব প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ পরিকাঠামোগত কারণে পৌঁছানো সম্ভব হয়নি সেসব জায়গার জন্য পিএম ডিভাইন নামে একটি প্রকল্প রয়েছে। অর্থাৎ সেসব প্রত্যন্ত এলাকায় সোলারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে মাইক্রো গিটস স্থাপন করা হচ্ছে। অর্থাৎ এই প্রত্যন্ত এলাকাতেই বিদ্যুৎ তৈরি করে মানুষের বাড়িঘরে পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানান তিনি। এবং এলাকার যে ৩৪ টি বাড়ির মানুষ এই সুবিধা পাচ্ছে তাদের বিলও দিতে হবে না। তিনি বলেন মোট দুটি ১০ কিলোওয়াটের গিটস বসানো হয়েছে। আগামী দিন হাই পাওয়ার হাই মাস্ট বসানোর পরিকল্পনা রয়েছে সরকারের। তাহলে সব সময় বিদ্যুৎ থাকবে এলাকায়। মন্ত্রী বলেন, এলাকায় আরো অনেক কাজ রয়েছে। এর মধ্যে বিশেষ করে এলাকায় বসবাসকারী মানুষের পাকা ঘর নেই। স্থানীয় ব্লক থেকে সার্ভে চলছে। আগামী এক বছরের মধ্যে তাদের প্রত্যেক বাড়িতে একটি করে পাকা ঘর দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান মন্ত্রী। মন্ত্রী রতন লাল নাথ বলেন অতীতে কোন কাজই হয়নি। গত কয়েকদিন আগে একটি রাস্তা হয়েছে। গ্রামে পৌঁছানোর জন্য আরো একটি রাস্তা নির্মাণ করা হবে বলে জানান তিনি। এদিন মন্ত্রীর সাথে ছিলেন এলাকার বিধায়ক, চেয়ারম্যান ও অন্যান্য আধিকারিকরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য