স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ মার্চ : শনিবার বিশালগড় লক্ষ্মীবিল এলাকায় দিব্যাঙ্গনদের জন্য কৃত্রিম অঙ্গ প্রস্তুতকারক উৎপাদন কেন্দ্রের ভূমি পূজা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে প্রতিবন্ধীদের বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী তৈরি হবে এই সেন্টারে। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, সাংসদ বিপ্লব কুমার দেব, মন্ত্রী টিংকু রায় সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী ভূমি পূজার পর অনুষ্ঠানে বক্তব্য রেখে বলেন, দিব্যাঙ্গদের আলাদা করে দেখার কোন সুযোগ নেই। তারাও সরকারের উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হয়েছে। তারাও সার্বিক ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। দিব্যাঙ্গদের জন্য সরকার বদ্ধপরিকর। দিব্যাঙ্গদের জন্য সরকার খেলার ব্যবস্থা করেছে।
যেমন প্যারা গেইম অনুষ্ঠিত হয়েছে রাজ্যে। আগামী দিন তারা যাতে খেলাধুলায় আরো এগিয়ে যেতে পারে তার জন্য সরকার সব ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করছে। মুখ্যমন্ত্রী বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অ্যাক্ট ইস্ট পলিসির মাধ্যমে নর্থ ইস্ট জোনকে উন্নত করার চেষ্টা করছে। ত্রিপুরায় ২০১৮ সালের আগে প্রধানমন্ত্রী এসে হীরা মডেল দেওয়ার কথা বলেছিলেন। সে অনুযায়ী ত্রিপুরাকে ইন্টারনেট, এয়ার ওয়েজ, রেলওয়ে এবং ছয়টি জাতির সড়ক দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেছেন যদি উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন না হয় তাহলে দেশ উন্নত হবে না। তাই অষ্টলক্ষীর উন্নয়ন করতে চাইছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে প্রথম ত্রিপুরায় কৃত্রিম অঙ্গ প্রস্তুতকারী সংস্থার দ্বারা সহায়ক উৎপাদন কেন্দ্র স্থাপন হতে চলেছে। মোট পাঁচ একক জমিতে গড়ে উঠবে এই সহায়ক উৎপাদন কেন্দ্র। এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উন্নয়নের অন্যতম অঙ্গ বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী।
তিনি বলেন দেশে কাজের নিরিখে একের পর এক রাজ্যে প্রতিষ্ঠিত হচ্ছে ভারতীয় জনতা পার্টির সরকার। অর্থাৎ জনগণ কাজের নিরিখে বিচার করে ভারতের জনতা পার্টিকে সরকার পরিচালনা করার দায়িত্ব দিচ্ছে এবং এর অন্যতম উদাহরণ হিসেবে মুখ্যমন্ত্রী দিল্লী প্রসঙ্গ টেনে বলেন ৭০ টি আসনের মধ্যে ৪৮ টি আসন পেয়ে দিল্লিতে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন ত্রিপুরায় বর্তমানে শান্তির পরিবেশ রয়েছে। তাই ত্রিপুরায় বিভিন্ন বিনিয়োগকারী সংস্থা আসতে চাইছে। ৩৭০ কোটি টাকার একটি মৌ স্বাক্ষর গত কয়েকদিন আগে হয়েছে। সব ক্ষেত্রেই ত্রিপুরায় উন্নয়ন চলছে বলে জানান মুখ্যমন্ত্রী। অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী দিব্যাঙ্গনদের হুইল চেয়ার সহ বিভিন্ন সরঞ্জাম তুলে দেন।