Friday, March 21, 2025
বাড়িরাজ্যবিলোনিয়া আদালতে আত্মসমর্পণ করলেন তিন বাম নেতা

বিলোনিয়া আদালতে আত্মসমর্পণ করলেন তিন বাম নেতা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ মার্চ : ২০১৫ সালে ত্রিপুরা রাজ্যে ক্ষমতায় ছিল বামফ্রন্ট। ২০১৫ সালের ২ সেপ্টেম্বর সিপিআইএম-এর শাখা সংগঠন ট্রেড ইউনিয়ন রাজ্য ব্যাপী ধর্মঘটের ডাক দেয়। এই ধর্মঘটের সমর্থনে রাজ্য জুড়ে সিপিআইএম কর্মী সমর্থকরা পিকেটিং করে। সেই দিন অন্যান্য দিনের ন্যায় আদালতে যান বিলোনিয়া আদালতের বিচারক রুহিদাস পাল। আচমকা সিপিআইএম নেতা তাপস দত্ত, ত্রিলোকেস সিনহা ও বাবুল দেবনাথের নেতৃত্বে সিপিআইএম কর্মী সমর্থকরা আদালত চত্বরে ধর্মঘটের সমর্থনে পিকেটিং শুরু করে। একটা সময় সিপিআইএম কর্মী সমর্থকরা পিকেটিং-এর নামে আদালতে প্রবেশ করে হামলা চালায়। শারীরিক ভাবে নিগ্রহ করা হয় বিচারক রুহিদাস পালকে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৎকালীন মহকুমা পুলিশ আধিকারিক সিপিআইএম নেতা তাপস দত্ত, ত্রিলোকেস সিনহা ও বাবুল দেবনাথের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেন। মামলার তদন্ত প্রক্রিয়া শেষে আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্তকারি অফিসার। পরবর্তী সময় বিচার প্রক্রিয়া শেষে বিলোনিয়া আদালতের বিচারক অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে ৪৪৭ ধারায় ২ মাস ও ৩৫৩ ধারায় ২ বছর কারাবাসের সাজা ঘোষণা করেন। অভিযুক্তরা নিম্ন আদালতের এই রাজ্যের বিরুদ্ধে প্রথমে জেলা আদালতে আপিল করেন। জেলা আদালতের বিচারক তাদের সাজা বহাল রাখেন। তখন তারা উচ্চ আদালতের দ্বারস্থ হয়। উচ্চ আদালতও তাদের সাজা বহাল রাখে। পরবর্তী সময় অভিযুক্তরা সুপ্রিমকোর্টে আপিল করে। ২০২৫ সালের ১৮ ফেব্রুয়ারি সুপ্রিমকোর্টে তাদের আপিলের আবেদনের উপর শুনানি হয়। সুপ্রিমকোট পরবর্তী শুনানির জন্য ২০২৫ সালের ১৮ মার্চ দিন ধার্য করে। তার পূর্বে অভিযুক্তদের আদালতে আত্মসমর্পণ করে হলফনামা দিয়ে তারা যে আত্মসমর্পণ করেছে তা সুনিশ্চিত করার নির্দেশ দেয় সুপ্রিমকোর্ট। সুপ্রিমকোর্টের নির্দেশ মোতাবেক তিন সিপিআইএম নেতা তাপস দত্ত, ত্রিলোকেস সিনহা ও বাবুল দেবনাথ শনিবার আদালতে সোপর্দ করেন। আপাতত তারা জেলে থাকবেন বলে জানান বিলোনিয়া আদালতের সরকারি আইনজীবী কিশোর মজুমদার। নিম্ন আদালতের রায়ের পর অভিযুক্তরা বেশকিছু দিন জেলে ছিলেন। পরবর্তী সময় সুপ্রিমকোর্টে রিট পিটিশন দাখিল করার পর অভিযুক্তরা জামিনে মুক্তি পান। কিন্তু সুপ্রিমকোর্টের নির্দেশে ফের তাদের ঠাই হল কারাগারে। আপাতত ১৮ মার্চ পর্যন্ত তাদেরকে কারাগারে থাকতে হবে। এখন দেখার ১৮ মার্চ সুপ্রিমকোর্টে শুনানির পর বিচারক কি রায় দান করেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য