স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ মার্চ : গভীর রাতে নাশকতার আগুনে পুড়লো গাড়ি। ঘটনা শুক্রবার গভীর রাতে মধুপুর থানার অন্তর্গত পুরাথল রাজনগর এলাকায়। এলাকার বাসিন্দা বাচ্চু মিয়া। বাচ্চু মিয়ার ছেলের একটি মারুতি ভ্যান গাড়ি ও একটি যাত্রীবাহী অটো রয়েছে। বাচ্চু মিয়া জানান বাড়ির রাস্তা নিয়ে সমস্যা থাকার কারনে বিগত কয়েক বছর ধরে বাড়ির অদূরে রাস্তার পাশে মারুতি ভ্যান ও যাত্রীবাহী অটোটি রাখেন।
শুক্রবার রাত্রি আনুমানিক সাড়ে ১২ টা নাগাদ তাদের গাড়িতে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। পরিবারের লোকজন আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে চিৎকার করলে সকলে ছুটে আসে। খবর দেওয়া হয় দমকল বাহিনীর কর্মীদের। ছুটে আসে দমকল বাহিনীর কর্মীরা। যাত্রীবাহী অটোটিকে আগুনের হাত থেকে বাঁচানো গেলেও মারুতি ভ্যানটি আগুনে পুরে যায়। বাচ্চু মিয়া জানান এলাকারই বাসিন্দা পেয়ারা বেগম এই ঘটনা করিয়েছেন। কারন পেয়ারা বেগমের সাথে ওনাদের ঝামেলা হয়েছিল। তখন পেয়ারা বেগম তাদের প্রান নাশ ও গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল।