স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ মার্চ : দীর্ঘ ৩৫ বছর পর পশ্চিম ভুবনবন বিন পাড়া নীলা জ্যোতি আশ্রমের পাশের রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার থেকে রাস্তা সংস্কারের কাজ শুরু হয়। এইদিন সকালে রাস্তাটি সরজমিনে ঘুরে দেখেন এলাকার প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলিপ দাস। সাথে ছিলেন এলাকার কর্পোরেটর সহ এলাকার নাগরিকরা।
এক সাক্ষাৎকারে প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলিপ দাস জানান নীলা জ্যোতি আশ্রমের পাশের রাস্তাটি সংস্কারের জন্য দীর্ঘ দিন ধরে দাবি জানিয়ে আসছিল এলাকার লোকজন। অবশেষে রাস্তাটি সংস্কারের জন্য অর্থ বরাদ্দ করা হয়। কিন্তু রাস্তাটি প্রশস্ত করার জন্য জায়গার কিছুটা সমস্যা রয়েছে। তাই তিনি এইদিন এলাকাবাসিদের সাথে কথা বলেছেন। যাতে করে রাস্তাটি প্রশস্ত করা যায়। এলাকাবাসিরাও সহযোগিতা করছে বলে জানান তিনি।