স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ মার্চ : সিপাহীজলা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আর্থিক কেলেঙ্কারির ঘটনায় গ্রেপ্তার ৫ অভিযুক্ত। জানা যায় সিপাহীজলা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বড়সড় আর্থিক কেলেঙ্কারির ঘটনা ঘটে।
এই বিষয়ে সম্প্রতি জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে বিশ্রামগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। ঘটনার তদন্তে নেমে বিশ্রামগঞ্জ থানার পুলিশ শুক্রবার রাতে ৫ অভিযুক্তকে জালে তোলে। জানা যায় ধৃতদের মধ্যে ৩ জন মিনিস্টিরিয়াল স্টাফ, একজন পুলিশ কনস্টেবল এবং একজন বহিরাগত যুবক। অভিযুক্তরা হল জন দেববর্মা, সুচিত্রা সিনহা, খোকন দে, কনস্টেবল হরিনাথ দেববর্মা, বহিরাগত যুবক খনিলাল দেববর্মা। জানা যায় ১৫ লক্ষ টাকা তারা আত্মসাৎ করেছে। শনিবার ধৃতদের আদালতে সোপর্দ করে পুলিশ।