স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ মার্চ : শনিবার সংসদ বিপ্লব কুমার দেব উদয়পুর ধজনগর স্থিত গোমতী জেলার প্রাক্তন সভাধিপতি তথা ভারতীয় জনতা পার্টির প্রবীণ নেতা স্বপন অধিকারীর বাড়িতে যান। শুক্রবার হাসপাতালে তিনি প্রয়াত হন।
তার এই মৃত্যুতে গোটা রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে আসে। সমবেদনা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতৃত্ব। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব স্বপন অধিকারীর বাড়িতে গিয়ে তার আত্মীয় পরিজনদের সমবেদনা জানালেন এবং প্রবীণ বিজেপি নেতা স্বপন অধিকারীর আত্মার শান্তি কামনা করেন।