Sunday, March 16, 2025
বাড়িরাজ্যসিএনজি গ্যাসের জন্য মুখ থুবড়ে পড়ছে যান চলাচল

সিএনজি গ্যাসের জন্য মুখ থুবড়ে পড়ছে যান চলাচল

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ মার্চ : খোয়াই, কমলপুর, কৈলাসশহর ও ধর্মনগরের একমাত্র ভরসা খোয়াই সিএনজি স্টেশন। এই সি এন জি স্টেশনের মাধ্যমে সি এন জি চালিত গাড়ি গুলি সি এন জি নিয়ে থাকেন। এর মধ্যে গত ২৮ ফেব্রুয়ারি থেকে মেশিন নষ্ট বলে খোয়াই সিএনজি গ্যাস প্রদান করছে না। এদিকে সেন্ট্রাল বোর্ড এবং ত্রিপুরা বোর্ডের পরীক্ষা চলছে এই পরীক্ষার সময় মেশিন নষ্ট হওয়ায় অনেকটাই বিপাকে পড়তে হয়েছে ছোট ছোট যানবাহনের চালক থেকে শুরু করে বিভিন্ন ছাত্র ছাত্রীদের।

এই বিষয়টি নিয়ে খোয়াই সি এন জি স্টেশনের ইনচার্জ সঞ্জয় কুমার দাসকে স্টেশনে না পেয়ে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান খুব দ্রুত মেশিনের মেরামত করে পুনরায় সি এন জি প্রদান করা হবে। এই বিষয়ে সি এন জি চালিত ড্রাইভাররা জানায় খোয়াই স্টেশনের মেশিন সবসময়ই সমস্যা থাকে অর্থাৎ প্রায় সময় মেশিনের প্রেসার থাকে না। তাই গাড়ি চালকরা জানায় এই বিষয়টিকে কেন্দ্র করে বৃহৎ অংশের সি এন জি চালিত গাড়ির চালকদের কথা চিন্তা করে দ্রুত সমস্যা সমাধানের ব্যাপারে কিছু একটা ব্যবস্থা গ্রহণ করুক  সি এন জির কর্মকর্তারা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য