স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ মার্চ : রাজধানীর লেক চৌমুহনি বাজাররে বহু দোকানপাট বেআইনি ঘোষণা করে দখলমুক্ত করতে আগরতলা পুর নিগম বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে। তাতে শত শত ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়। তারা রোজগারহীন হয়ে অসহায় হয়ে পড়ে। এমনটাই অভিযোগ তুলে এস ইউ সি আই (সি) দল পৌরনিগমের এই অনমানবিক ঘটনার তীব্র নিন্দা জানায়।
এরই প্রতিবাদে আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদারের কাছে শনিবার এক ডেপুটেশন প্রধান করা হয়েছে এসইউসিআই (সি) -র পক্ষ থেকে। অবিলম্বে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণ নির্ধারণ করে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করা, অবিলম্বে প্রতিটি ব্যবসায়ীর পুনর্বাসনের জন্য বিকল্প ব্যবস্থা করা এবং পুনর্বাসন না দেওয়া পর্যন্ত পড়তেছি পরিবারকে বেঁচে থাকার মত মাসিক অনুদান প্রদান করা দাবি জানায় এসইউসিআই (সি)। দাবি আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারের উদ্দেশ্যে প্রদান করার পর এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তুলে ধরেন সংগঠনের সদস্য মলিন দেববর্মা।