স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ মার্চ : শনিবার আগরতলা টাউন হলে স্ব-নির্ভর গোষ্ঠী কেন্দ্রিক কৃষি প্রসার কার্যক্রমের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন জাতীয় স্তরের ব্যাংকগুলো তুলনামূলক অনেক কম ঋণ দিচ্ছে। তাই তারা যেন আরও বেশি করে ঋণ দেওয়ার কাজে এগিয়ে আসে এর জন্য আহবান জানান। কারণ জাতীয় ব্যাংগুলির তুলনায় আঞ্চলিক ব্যাংকগুলি ঋণ বেশি দিচ্ছে।
তিনি বক্তব্য রেখে আরো বলেন, পূর্বোতন সরকারের সময় রাজ্যের বাজেট ছিল পনেরো হাজার কোটি টাকা, বিগত বছর পর্যন্ত সেই বাজেট বেড়ে দাঁড়িয়েছে সাথে সাতাশ হাজার কোটি টাকার অধিক। বর্তমানে রাজ্যের গ্রামীণ এলাকার রোজগার যত বৃদ্ধি পাচ্ছে, মানুষের আয় ততোই বাড়ছে এবং জিএসডিপি -এর আরো বৃদ্ধি পাচ্ছে। বিগত দিনে কৃষিজীবীদের রোজগার ছিল ৬ হাজার ৫৫০ টাকা, তারপর তাদের আয় দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে সরকার। বর্তমানে তাদের আয় হয়েছে ১৩ হাজার টাকার অধিক। একইভাবে রাজ্যের মানুষের আয় অনেক গুণ বেড়েছে বলে দাবি করলেন মন্ত্রী। মন্ত্রী বলেন গ্রামীন এলাকার উন্নয়ন না হলে দেশ এবং রাজ্য আর্থিক দিক দিয়ে শক্তিশালী হতে পারে না। বিগত দিনে সবাই গ্রামকে শক্তিশালী করার কথা বলতেন, অথচ গ্রামকে শক্তিশালী করার জন্য সঠিক ব্যবস্থাপনার অভাব ছিল। বর্তমানে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে গ্রামীণ এলাকার উন্নয়ন হচ্ছে। ব্যাংক গুলি যাতে সেদিকে গুরুত্ব দেয় তার জন্য আহ্বান জানান মন্ত্রী। এদিনের এই কর্মসূচিতে বিভিন্ন ব্যাংকের আধিকারিক এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে স্ব-সহায়ক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে এর সাংবাদিক সম্মেলনে আয়োজন করা হয় টাউন হলে। আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ব্যাংকের এমডি অসুখ চন্দ্রা বলেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সব সময় দুটিটি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে কাজ করে। এর মধ্যে একটি হলো ব্যাংকের শাখা ও এটিএম -এর এমবিএস, অপরটি হল ব্যাংকের গ্রাহক পরিষেবার সঠিক ভাবে প্রদান করা।