স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ মার্চ : শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলা ইন্দ্রনগর স্থিত মহিলা আইটিআই কলেজ প্রাঙ্গনে সি স্কিল এন্ড এন্টারপ্রেনারশিপ সেন্টারের উদ্বোধন করেন মন্ত্রী সান্ত্বনা চাকমা। অনুষ্ঠানে মন্ত্রী বক্তব্য রেখে বলেন, এ ধরনের উদ্যোগ গ্রহণ করার ফলে সময়োপযোগী বাজার নির্ভর দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ ও অভিনব প্রচেষ্টায় উদ্যোক্তা তৈরি করার লক্ষ্যে, স্বল্পকালীন এই প্রশিক্ষণের মাধ্যমে এবং বর্তমান সরকারের নারী স্বশক্তিকরণ কার্যক্রমে দারুণ সুফল পরিলক্ষিত হবে।
মন্ত্রী আরো বলেন, সরকারের মূল লক্ষ্য হলো প্রতিটি পরিবারকে আত্মনির্ভর করা। সেই লক্ষ্য নিয়ে সরকার কাজ করে চলেছে। এন্টারপ্রেনারশিপ সেন্টার চালু হওয়ার ফলে ছাত্রীরা প্রশিক্ষণ নিয়ে তাদের দক্ষতা কাজে লাগাতে পারবে। মন্ত্রী বলেন, বর্তমানে কেন্দ্র এবং রাজ্য সরকার মহিলাদের বিশেষ গুরুত্ব দিয়ে চলেছে। আগে মহিলাদের চাকরি ক্ষেত্রে কোন সংরক্ষণের ব্যবস্থা ছিল না।
বর্তমান কেন্দ্র সরকার সরকারি চাকরি ক্ষেত্রে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করেছে। এছাড়াও মহিলারা কর্মক্ষেত্রে পুরুষদের থেকে অনেকটাই পিছিয়ে ছিল। বর্তমানে পুরুষদের সাথে তাল মিলিয়ে মহিলারা কর্মক্ষেত্রেও এগিয়ে চলেছে। সরকারের বিভিন্ন উদ্যোগের কারণে ২০১৮ সালের পর রাজ্যে আশি হাজারের অধিক মহিলা লাখপতি দিদি হয়েছে বলে দাবি করেন মন্ত্রী।