স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ ফেব্রুয়ারি : শহরে বড়সড়ো ছক কষছে বহির্রাজ্যের এক কোচিং সেন্টার বলে অভিযোগ। কোচিং সেন্টারের নাম এস আর এডুকেশন। রাজধানীর এমবিবি কলেজ সংলগ্ন এলাকায় অবস্থিত এই কোচিং সেন্টারটি। কোচিং সেন্টারের বাইরে ঝোলানো রয়েছে একটি বিশাল সাইনবোর্ড। এর মধ্যে লেখা রয়েছে এমবিবিএস, ফার্মাসি, বিডিএস, বি.টেক, বিএড, এমবিএ, প্যারামেডিকেল, নার্সিং সহ বিভিন্ন কোর্স ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, দিল্লী, উত্তর প্রদেশ, কর্ণাটক এবং মহারাষ্ট্রে করার জন্য বিশেষ সুবিধা রয়েছে। সেই সাইনবোর্ড দেখে বহু ছাত্রছাত্রী ভর্তি হয়েছিল এই কোচিং সেন্টারে।
গত কয়েক মাস ধরে তারা ধাপে ধাপে ৩৫ হাজার টাকা কোচিং সেন্টার কর্তৃপক্ষের হাতে পশ্চিমবঙ্গের বি এড কোর্স করার জন্য তুলে দেয়। অথচ এখন নয়া শিক্ষাবর্ষে যখন পশ্চিমবঙ্গের বিএড কোর্স করার জন্য যাওয়ার কথা তখন তাদের কোচিং সেন্টার কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দেন এ বিষয়ে তারা কোন কিছু জানে না। তারা কোন কিছুই করতে পারবে না। অর্থাৎ নিরুপায় হয়ে পড়ে গত কয়েক মাসে টাকা-পয়সা থেকে শুরু করে সবকিছু জলাঞ্জলি দেওয়া ছাত্রছাত্রীরা। শুক্রবার কোচিং সেন্টারে বাইরে প্রতিবাদ জানিয়ে এমনটাই বলেন ছাত্র-ছাত্রীরা। তা জানান আগামী দিনে এভাবে কাউকে যাতে প্রতারণা শিকার হতে না হয় তার জন্য মুখ্যমন্ত্রী এবং সরকার এই কোচিং সেন্টারে বিষয়ে সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেন। নাহলে তাদের মতো সময় জলাঞ্জলি হবে বহু ছাত্র-ছাত্রীর।