Tuesday, March 25, 2025
বাড়িরাজ্যরাজ্য সরকার কৃষকদের সবচেয়ে বেশী গুরুত্ব দিচ্ছে : রতন লাল নাথ

রাজ্য সরকার কৃষকদের সবচেয়ে বেশী গুরুত্ব দিচ্ছে : রতন লাল নাথ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ ফেব্রুয়ারি : ধলাই জেলার গন্ডাছড়া বাজারে শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এগ্রি প্রোডাক্ট মার্কেট বিল্ডিং -এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অত্যাধুনিক সুবিধাযুক্ত দ্বিতল বাজারের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ, স্থানীয় বিধায়ক নন্দিতা দেববর্মা রিয়াং, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের ডিরেক্টর ড ফনিভূষণ জমাতিয়া সহ অন্যান্যরা। এই বাজারটি নির্মাণে খরচ হয়েছে প্রায় ৫ কোটি ৬৬ লাখ টাকা।

মন্ত্রী রতন লাল নাথ বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্য সরকার কৃষকদের সবচেয়ে বেশী গুরুত্ব দিচ্ছে। কৃষকদের আরো উন্নয়ন ঘটাতে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরে বিভিন্ন পদে প্রচুর সংখ্যক শূন্যপদ পূরণ করা হবে। সেই সঙ্গে তিনি আরো বলেন, কোন জমি যেন পতিত রাখা না হয়। যদি কোন জমিতে ধান চাষ না হয় তবে অন্য ধরনের ফল বা সবজি চাষ করার জন্য আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন কৃষকদের আয় যাতে দ্বিগুণ নয় তার চেয়েও বেশি করা যায় সেই লক্ষ্য রেখে কাজ করার জন্য। সেই লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। অনুষ্ঠানে বক্তব্য রেখে মন্ত্রী আরো বলেন, কৃষকটা হলো অন্নদাতা। তারা না থাকলে যতই অর্থ সম্পদ থাকুক না কেন মানুষ বাঁচতে পারবে না। গ্রাম গরিব এবং কৃষককে আর্থিক ভাবে উন্নত করতে পারলেই দেশের অগ্রগতি হবে। সেই সঙ্গে তিনি স্বচ্ছতার উপর গুরুত্ব বজায় রাখতে আহ্বান জানান। নবনির্মিত বাজারটিকে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় এই আহবান জানান ব্যবসায়ীদের কাছে। কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের তরফে এদিন স্থানীয় এলাকার দুইজন সুবিধাভোগির মধ্যে দুটি পাওয়ার টিলার মেশিন তুলে দেন মন্ত্রী। এর মার্কেটটি নির্মাণ করতে সরকারের প্রায় ব্যয় হয়েছে ৫ কোটি ৬৭ লক্ষ টাকা। আগামী দিন এই মার্কেটে কৃষকরা বসার সুযোগ পাবে। রাজ্যে এমন কৃষি মার্কেট ২১ টি রয়েছে। এর মধ্যে এটি অন্যতম।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য