স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ ফেব্রুয়ারি : রক্তের মধ্যে অস্বচ্ছতা থাকলে শরীর যেমন গ্রহণ করে না, তেমনি সমাজের মধ্যেও অস্বচ্ছতা থাকলে সমাজ গ্রহণ করে না। আগে এ ধরনের অস্বচ্ছতা ছিল বলে আজ তাদের সমাজ পরিত্যক্ত করেছে। তাই সমাজে ভালো জিনিস এবং ভালো কাজ করতে হবে। না হলে উত্তেজনা মূলক পরিস্থিতি সৃষ্টি হবে সমাজে। শুক্রবার আগরতলা পুর নিগমের ৩৯ নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত মেগা রক্তদান শিবিরে অংশ নিয়ে নাম না করে পূবর্তন সরকারকে এভাবেই আঘাত করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী আরও বলেন, রক্তদানের চেয়ে বড় কোন দান হয় না।
থ্যালাসেমিয়া রোগী, ক্যান্সার রোগী, অস্ত্রপ্রচারের সময় রক্তের বিশেষ প্রয়োজন। এর জন্য আগে থেকে ব্লাড ব্যাংকের রক্ত মজুদ না থাকলে রক্তের ব্যবস্থা করা যায় না। অনুষ্ঠানের মুখ্যমন্ত্রী আরও বলেন, নর্থ ইস্ট এর মধ্যে ত্রিপুরা এখন বেস্ট পারফর্মেন্স হয়ে গেছে। কারণ উত্তর পূর্বাঞ্চলের মধ্যে জি এস ডি পি -তে ত্রিপুরা দ্বিতীয় স্থানে আছে। মানুষের আয়ের ক্ষেত্রেও ত্রিপুরা দ্বিতীয় স্থানে আছে। এগুলি সম্ভব হয়েছে কারণ ত্রিপুরার মানুষ অত্যন্ত সচেতন। যার কারনে ভারতবর্ষের মানচিত্রে এখন ত্রিপুরাকে দেশবাসী চিনতে পেরেছে। কিন্তু আগে ত্রিপুরাতে শুধু জিন্দাবাদ ছিল।
মুখ্যমন্ত্রী এদিন বলেন, মাঝে মাঝে সংবাদপত্রে দেখা যায় সরকারের মুখে কালি মেখে দিল বলে সংবাদ পরিবেশন হয়। কিন্তু এগুলো যাচাই করলে দেখা যাবে যতগুলি মামলা সরকার হেরেছে সবগুলি মামলা পূর্বতন সরকারের আমলে করা। সুতরাং সমস্যাগুলি সেই সরকার রেখে গিয়েছিল সেগুলোর বর্তমান সরকার সমাধান করার চেষ্টা করছে। উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন ১৩ হাজার কোটি টাকা ঋণ রেখেছে তৎকালীন সরকার। সে ঋণ সুদ সহ এখনো দিতে হচ্ছে সরকারকে। তৎকালীন সরকার যদি উন্নয়নের স্বার্থে কাজ করতো তাহলে বর্তমানে যে টাকা আসছে অন্য উন্নয়নমূলক কাজে ব্যয় করা যেত। কেন্দ্রীয় সরকারের প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন ডাবল ইঞ্জিন সরকারের একটাই সুবিধা যখনই রাজ্যের কোন সমস্যা হয়, তখনই কেন্দ্র হাত বাড়িয়ে দেয় বলে জানান মুখ্যমন্ত্রী। আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়িকা মিনারানী সরকার সহ অন্যান্যরা। পরে মুখ্যমন্ত্রী রক্তদান শিবির পরিদর্শন করেন। রক্তদাতাদের সাথে কথা বলে উৎসাহিত করেন। এ ধরনের রক্তদান শিবির আগামী দিনেও অব্যাহত রাখার জন্য ওয়ার্ডের কর্পোরেটরের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী।