Saturday, March 15, 2025
বাড়িজাতীয়তেলুগু ভাষার প্রচার ও গুরুত্ব বাড়াতে রাজ্য বাজেটে ১০ কোটি টাকা বরাদ্দ...

তেলুগু ভাষার প্রচার ও গুরুত্ব বাড়াতে রাজ্য বাজেটে ১০ কোটি টাকা বরাদ্দ করল চন্দ্রবাবু

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৭ ফেব্রুয়ারি : দক্ষিণে ভাষা বিদ্রোহের মাঝেই এবার বড় পদক্ষেপ অন্ধ্রপ্রদেশ সরকারের। তেলুগু ভাষার প্রচার ও গুরুত্ব বাড়াতে রাজ্য বাজেটে ১০ কোটি টাকা বরাদ্দ করল চন্দ্রবাবু নাইডুর সরকার। তিন ভাষা বিশিষ্ট কেন্দ্রের জাতীয় শিক্ষানীতি নিয়ে দক্ষিণের রাজ্যে ডামাডোলের মাঝে অন্ধ্র সরকারের এই পদক্ষেপ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।.

বিধানসভায় বাজেট পেশের সময় তেলুগু ভাষায় ১০ কোটি টাকা বরাদ্দ প্রসঙ্গে অন্ধ্রপ্রদেশের শিক্ষামন্ত্রী প্যায়াভুলা কেশব বলেন, তেলুগু ভাষা দেশের প্রাচীনতম ভাষাগুলির মধ্যে অন্যতম। এই ভাষা সংরক্ষণ ও প্রচারের লক্ষ্যেই সরকারের তরফে এই অর্থ বরাদ্দ করা হচ্ছে। মন্ত্রী বলেন, আমাদের প্রাচীন পুঁথি ও লিপি তেলুগু ভাষাকে বহু শব্দ আমাদের ভাষাকে সমৃদ্ধ করেছে। তেলুগু ভাষার সংরক্ষণ, সুরক্ষা ও প্রচারকে গুরুত্ব দেওয়ার লক্ষ্য নিয়েছে আমাদের সরকার। যার জন্য এই খাতে বরাদ্দ করা হচ্ছে ১০ কোটি টাকা।

উল্লেখ্য, সাম্প্রতিক সময় ভাষা ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সরাসরি সংঘাতে নেমেছে তামিলনাড়ু-সহ একাধিক রাজ্য। জাতীয় শিক্ষানীতি নিয়ে ডামাডোলের মাঝেই চলতি সপ্তাহে তেলেঙ্গানা সরকার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যে নবম শ্রেণি পর্যন্ত সমস্ত পড়ুয়াদের বাধ্যতামূলকভাবে পড়তে হবে তেলুগু ভাষা। শুধু তাই নয়, ২০২৬-২৭ অর্থবর্ষ থেকে দশম শ্রেণির পড়ুয়াদের জন্য বাধ্যতামূলক হবে তেলুগু ভাষা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তেলেঙ্গানা রাজ্যের ২০১৮ সালের আইন অনুযায়ী, সিবিএসই, আইসিএসই এবং আইবি সমস্ত বোর্ডে তেলুগু ভাষায় শিক্ষাদান এখন থেকে বাধ্যতামূলক।

অন্যদিকে, জাতীয় শিক্ষানীতির মাধ্যমে তামিলনাড়ুতে জোর করে হিন্দি চাপিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছে স্ট্যালিন সরকার। রাজ্যে হিন্দির বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করেছেন তিনি। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “কেন্দ্র ২ হাজার কোটি টাকার পরিবর্তে যদি ১০ হাজার কোটি টাকাও দেয় তাহলেও এ পাপ আমি করব না। এই নীতিতে সই করলে তামিল সমাজ ২ হাজার বছর পিছনে চলে যাবে।” স্ট্যালিন আরও বলেন, “দ্রাবিড় আন্দোলন ৮৫ বছর ধরে তামিল ভাষার রক্ষায় লড়াই করছে। গত ৭৫ বছরে ভারতে ৫২টি ভাষা বিলুপ্ত হয়ে গিয়েছে হিন্দি আগ্রাসনে। শুধুমাত্র হিন্দি বলয়ে ধ্বংস হয়েছে ২৫ টি ভাষা। শিক্ষা ও স্বাস্থ্য আমাদের রাজ্যের দুই চোখ। এখানে জাতীয় শিক্ষানীতির মাধ্যমে হিন্দি চাপিয়ে দেওয়া আমরা মানব না।” এহেন বিদ্রোহের মাঝেই এনডিএ শরিকদল টিডিপির অন্ধ্রপ্রদেশ রাজ্যে তেলুগু ভাষায় অগ্রগতি ও প্রচারের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ নিঃসন্দেহে নয়া মাত্রা যোগ করল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য