স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ ফেব্রুয়ারি : ২৮ ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস। জাতীয় বিজ্ঞান দিবসকে সামনে রেখে আগরতলা সুকান্ত একাডেমিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। মন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আজ ২৮ ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস। দিনটি সকলের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
মন্ত্রী বলেন, আজকে এই অনুষ্ঠানে এসে লক্ষ্য করেছেন গ্রামেও বিজ্ঞান আছে। কারণ গ্রাম থেকে মহিলারা এসে তাদের পসরা সাজিয়ে বসেছে। এগুলি দেখলে বোঝা যায়, বিজ্ঞান চিন্তা ভাবনা নিয়ে তৈরি করা হয়েছে তাদের সরঞ্জাম। তিনি দপ্তরের আধিকারিকদের সাথে আলোচনা করে রাজ্যে বিজ্ঞান চিন্তা ভাবনা নিয়ে আরো কি কি করা যায় সেদিকে গুরুত্ব দেবেন বলে জানান।