স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ ফেব্রুয়ারি : বুধবার রাজধানীর কের চৌমুহনি স্থিত টি এ জি এ কার্যালয় পরিদর্শনে গেলেন কৃষি মন্ত্রী রতন লাল নাথ। তিনি কার্যালয় পরিদর্শনে গিয়ে কর্মচারী সংগঠনের নেতৃত্বেদের সাথে কথা বলেন। তারপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, কৃষিতে রাজ্যের ৫৮ টি ব্লক রয়েছে। এর মধ্যে ৩০ টি ব্লক স্বয়ংম্ভর। বাকি ২৮ টি ব্লক পিছিয়ে আছে। জেলার নিরিখে দেখলে পশ্চিম ত্রিপুরা জেলা, উত্তর ত্রিপুরা জেলা এবং ঊনকোটি জেলা কৃষিতে পিছিয়ে আছে।
ধলাই ত্রিপুরা জেলা বর্তমানে প্রতিযোগিতায় রয়েছে এবং দক্ষিণ ত্রিপুরা জেলা, গোমতী ত্রিপুরা জেলা, সিপাহীজলা জেলা, খোয়াই ত্রিপুরা জেলা কৃষিতে বর্তমানে স্বয়ংবর হয়ে গেছে। মন্ত্রী বলেন, কৃষকরা অন্নদাতা। কৃষকরা এগিয়ে যাওয়ার জন্য তাদের যেমন ভূমিকা রয়েছে তেমনি কর্মচারীদের ভূমিকা রয়েছে। কৃষকদের বিজ্ঞানভিত্তিক ফসল উৎপাদন করার জন্য কর্মচারীরাই উৎসাহিত করেন। পাশাপাশি সরকারের বিভিন্ন পরিকল্পনা কৃষকদের স্বার্থে কর্মচারীরা বাস্তবায়ন করে চলেছে। সুতরাং উন্নয়নের মূল চাবিকাঠি কর্মচারী। তারা সরকারের প্রকল্প বাস্তবায়ন করে চলেছে। কর্মচারীদের দ্বারাই রাজ্য এগিয়ে যায় বলে জানান মন্ত্রী। আরো বলেন রাজ্যে বর্তমানে বিজ্ঞানভিত্তিক চাষাবাদের দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। যাতে কৃষকরা আরও বেশি স্বয়ংবর হতে পারে। কৃষকদের বিকাশের জন্য সরকার বদ্ধপরিকর বলে জানান মন্ত্রী।