স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ ফেব্রুয়ারি : আগরতলা জিআরপি থানার পুলিশের হাতে আটক এক বাংলাদেশী মহিলা। আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস জানান মঙ্গলবার বিকালে আরপিএফ, বিএসএফ ও আগরতলা জিআরপি থানার পুলিশ যৌথ ভাবে অভিযান চালিয়ে আগরতলা রেল স্টেশন থেকে এক বাংলাদেশী মহিলাকে আটক করে। জিজ্ঞাসাবাদে ধৃত মহিলা জানায় তার নাম জেসমিন খাতুন, বয়স ২৪ বছর।
তার বাড়ি বাংলাদেশের টাঙ্গাইলে। অবৈধভাবে সে ত্রিপুরা রাজ্যে এসেছে। কলকাতা যাওয়ার উদ্দেশ্যে সে আগরতলা রেল স্টেশনে এসেছিল। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। বুধবার ধৃত মহিলাকে আদালতে সোপর্দ করে আগরতলা জিআরপি থানার পুলিশ।