স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ ফেব্রুয়ারি : উদয়পুর এইচ ডি এফ সি ব্যাংকের গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা আত্মসাৎ করার মামলায় ধৃত কনস্টেবল। ধৃত কনস্টেবলের নাম জয়ন্ত সাহা। বুধবার তাকে উদয়পুর আদালতে পেশ করা হয়। অভিযোগ, ব্যাংকে ৮২ লক্ষ টাকা ঘোটালা কাণ্ডে জড়িত সে। তাকে গ্রেপ্তার করছে রাধা কিশোর পুর থানার পুলিশ। সেই এই থানার কনস্টেবল জয়ন্ত সাহা।
মঙ্গলবার রাত ১১ টায় উদয়পুর পুলিশ লাইন থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে সে রাধা কিশোরপুর থানা থেকে উদয়পুর আদালতে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য সম্প্রতি উদয়পুর এইচ ডি এফ সি ব্যাংকে গ্রাহকের সাথে বড়সড় প্রতারণা করার অভিযোগ উঠল ব্যাংকের কর্মীদের বিরুদ্ধে। এর সাথে জড়িত রয়েছে এক পুলিশ কনস্টেবল। মোট চারটি মামলা করেছে গ্রাহকরা। তদন্তে নেমে এই মামলার আয়ু হয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক। গোটা তদন্ত প্রক্রিয়া দিকে নজর রাখছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার। গ্রাহকের টাকা গায়েব করার সাথে জড়িত দুই মহিলাও রয়েছেন। সুনিতা দত্ত নামে এক মহিলা গ্রাহক মামলা করার পর এই বিষয়টি সামনে উঠে এসেছে। উদয়পুর গ্রাহকের টাকা উধাও নিয়ে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয় উদয়পুর জুড়ে।