স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ ফেব্রুয়ারি : অভাবের তাড়নায় তিন বছরের সন্তানকে ফেলে আত্মহত্যার চেষ্টা দম্পতির। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন স্বামী, অপরদিকে চিকিৎসাধীন তরুণী গৃহবধূ। মৃত ব্যক্তির নাম সুব্রত দেবনাথ, বয়স ৩২ এবং তরুণী গৃহবধূর নাম মল্লিকা দেবনাথ, বয়স ২২। ঘটনা খোয়াই সোনাতলা এলাকায়।
পরিবারের লোকজন জানান, গত ২৩ ফেব্রুয়ারি অভাবের তাড়নায় সুব্রত দেবনাথ বিষ পান করেন। বিষয়টি লক্ষ্য করেন তার স্ত্রী মল্লিকা দেবনাথ। পরে মল্লিকা দেবনাথও বিষ পান করে ফেলেন। সুব্রত দেবনাথ পেশায় জুয়েলারি দোকানের অধীনে কাজ করতেন। গত কয়েক মাস ধরেই তারা সাংসারিক অভাব অনটনে ভুগছিলেন। গত কয়েকদিন ধরে সুব্রত দেবনাথের সমস্ত ধৈর্যের সীমা ভেঙে যায়। তাই বলে এই কঠোর সিদ্ধান্ত নিয়ে নেয় সুব্রত। সাথে সাথে তাকে এবং তার স্ত্রীকে আহত অবস্থায় নিয়ে আসা হয় খোয়াই জেলা হাসপাতালে। জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রেফার করেন জিবি হাসপাতালে। জিবি হাসপাতালে আনার পর সোমবার মৃত্যুর কোলে ঢলে পড়েন সুব্রত। এদিকে হাসপাতলে তিন দিন ধরে চিকিৎসাধীন সুব্রত স্ত্রী মল্লিকা দেবনাথ। মঙ্গলবার সুব্রত দেবনাথের মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন।