স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ ফেব্রুয়ারি : মঙ্গলবার থেকে শুরু হল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা। একই দিনে শুরু হয়েছে মাধ্যমিক সমতল মাদ্রাসা আলিম পরীক্ষা। রাজ্যে ৬৮ টি পরীক্ষা কেন্দ্রের আওতাধীন ১৪৫ টি বিদ্যালয়ে পরীক্ষা শুরু হয়।
মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৯ হাজার ৭৫ জন। দুপুর ১২ টা থেকে শুরু হয় পরীক্ষা। পরীক্ষা কেন্দ্রের বাইরে ছিলেন অভিভাবকদের ভিড়। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ড. ধনঞ্জয় গণচৌধুরী ও এস ডি জ্যোতির্ময় রায়কে নিয়ে তারাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, পটুনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কামালঘাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে ছাত্র-ছাত্রীদের বসার জায়গা, ক্লাসরুম, পানীয় জল, বিদ্যুৎ এবং শৌচালয় সহ সমস্ত ব্যবস্থাপনা সঠিক বন্দোবস্ত রয়েছে কিনা খতিয়ে দেখেন। পরে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ড. ধনঞ্জয় গণচৌধুরী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, মঙ্গলবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। এবছর মাধ্যমিকের পরীক্ষার্থী ২৯ হাজার ৭৫ জন। প্রথম দিন পরীক্ষায় উপস্থিত ছিল ২৮ হাজার ৯৯৯ জন। এর মধ্যে ছাত্র ১৩ হাজার ৫৪৯ জন এবং ছাত্রী ১৫ হাজার ৫২৬ জন। অনুপস্থিত ছাত্রের সংখ্যা ৭৩ জন এবং ছাত্রীর সংখ্যা ৮৩ জন। মোট পরীক্ষার্থী উপস্থিত ছিল ৯৯.৪৬ শতাংশ। পর্ষদ সভাপতি জানিয়েছেন এ বছর পরীক্ষার্থীর সংখ্যা বিগত বছর তুলনায় কমেছে। এর অন্যতম কারণ হলো বিদ্যারজ্যোতি প্রকল্প। আগামী শিক্ষাবর্ষ থেকে পরীক্ষার্থীর সংখ্যা বাড়বে বলে জানান তিনি। আরো বলেন মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই রাজ্যে। শান্তিপূর্ণভাবে প্রথম দিন পরীক্ষা অনুষ্ঠিত হয়।