স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ ফেব্রুয়ারি : মজুরির টাকা চাইতেই মিলল কীল ঘুষি, লাথি। অমানবিক ইট ভাট্টার মালিক পক্ষের হত থেকে রেহাই পেল না শিশু ও মহিলারাও। ন্যায় বিচারের দাবিতে বিশালগড় মহকুমা আদালতের সামনে ধর্না বহিঃরাজ্য থেকে আসা ইট ভাট্টার শ্রমিকদের। প্রতি বছর বিহার থেকে শতশত শ্রমিক সপরিবারে রাজ্যে আসে ইট ভাট্টায় কাজ করার জন্য।
এই বছরও এসেছে। বিহারের নালান্দা জেলা থেকে আসা কিছু শ্রমিক পুটিয়া রহিমপুর SHBI ইট ভাট্টায় কাজ করে। কিন্তু ইট ভাট্টার মালিক পক্ষ শ্রমিকদের নিয়মিত মজুরির টাকা প্রদান করে না বলে অভিযোগ। ফলে শ্রমিকের বহু টাকা বকেয়া পরে যায়। বাধ্য হয়ে শ্রমিকরা মঙ্গলবার মালিক পক্ষের কাছে মজুরির টাকা দাবি করে। মজুরির টাকা দাবি করার সাথে সাথে রুদ্র মূর্তি ধারন করে মালিক পক্ষ। মালিক পক্ষ শ্রমিকদের মারধর করে। রেহার পায় নি মহিলা ও শিশুরাও।
মালিক পক্ষের সাথে হাত মিলিয়ে নেয় কলম চৌরা থানার পুলিশও। তাই সেখানে আরও ন্যায় বিচারের আসা নেই। এইটা ভেবে শ্রমিকরা তাদের সন্তানদের সাথে নিয়ে পায়ে হেটে কলমচৌরা থানার সামনে থেকে বিশালগড় মহকুমা আদালতের সামনে এসে উপস্থিত হয়। সেখানেই তারা পরবর্তী সময় ধর্নায় বসে। শ্রমিকরা জানায় তারা ইট ভাট্টার মালিক পক্ষের কাছে মজুরির টাকা প্রাপ্য। মঙ্গলবার সকালে মালিক পক্ষের কাছে মজুরির টাকা চাওয়ার পর তাদেরকে মারধর করা হয়েছে। তারা জানে আদালতে ন্যায় বিচার পাওয়া যায়। তাই তারা আদালতের সামনে ধর্নায় বসেছে। ইট ভাট্টার শ্রমিকরা বিশালগড় মহকুমা আদালতের সামনে ধর্নায় বসার পর আরক্ষা কর্মীদের দৌড় ঝাপ শুরু হয়ে যায়। দেখা দেয় চাঞ্চল্য। পরবর্তী সময় ছুটে আসে বিশালগড় থানার পুলিশ। পুলিশ শ্রমিকদের আদালত চত্বর থেকে সরিয়ে দেয় এবং থানায় যাওয়ার জন্য বলে।