স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ ফেব্রুয়ারি : আগরতলা পুর নিগমের ১৩ নং ওয়ার্ডের স্থানীয় কিছু সমস্যা সমাধানের দাবিতে মঙ্গলবার আগরতলা পুর নিগম অফিসে ডেপুটেশন প্রদান করা হয়। আগরতলা পুর নিগমের কমিশনারের হাতে প্রতিলিপি তুলে দেন সিপিআইএমের প্রতিনিধি দল। উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য আমল চক্রবর্তী।
তিনি বলেন, আগরতলা পুর নিগমের অন্তগর্ত ১৩নং ওয়ার্ডের দুর্গা চৌমুহনী ব্রীজের উত্তরাংশ থেকে বড়জলা পর্যন্ত রাস্তার দুই পাশে পাকা ড্রেনের কাজ শুরু হয়েছে। কিন্তু যা লক্ষ্যণীয় বিষয় এলাকার নাগরিকদের এই ড্রেন তৈরীর ব্যাপারে অসন্তুষ্টির কারণ হয়ে দাঁড়িয়েছে। ড্রেনের কাজ শুরুর আগে এলাকায় সরকারী জায়গা বেআইনীভাবে দখল করেছিলেন তা দখলমুক্ত করে ড্রেনের কাজ শুরু হয়। কিন্তু জরীপ করার সময় এ রাস্তার পূর্বদিকে অবস্থিত ১৩ নং ওয়ার্ডের কর্পোরেটর প্রদীপ চন্দের বসত বাড়ির বেশ কিছু অংশ সরকারী জায়গার উপর অবস্থান করছে এবং সেই অনুযায়ী জরীপের সময় পিলার দিয়ে তা চিহ্নিত করা হয়। অথচ বর্তমানে যখন ড্রেনের কাজ শুরু হয় তখন দেখা যায় এক অজ্ঞাত কারনে এবং বিশেষ উদ্দেশ্য নিয়ে উক্ত প্রদীপ চন্দের দখল করা সরকারী জায়গা বাঁচিয়ে ড্রেন করা হচ্ছে। এতে করে একদিকে যেমন সরকারী কাজের নিয়মনীতি লঙ্ঘন হচ্ছে, পাশাপাশি যাদের বাড়ি ঘর ভেঙ্গে জায়গা দখলমুক্ত করা হয়েছে তারা এবং এলাকাবাসী প্রশাসনের এই পক্ষপাতিত্ব নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করছে। কাজেই অনতিবিলম্বে প্রশাসনের পক্ষ থেকে উপযুক্ত ও নিরপেক্ষ তদন্ত করে পদক্ষেপ গ্রহণ করা হয়।