স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ ফেব্রুয়ারি : সোমবার দুই বাংলাদেশী নাগরিক এবং একজন ভারতীয় দালালকে আটক করা হয় আগরতলা রেল স্টেশন থেকে। আগরতলা জি আর পি এস, বি এস এফ, আগরতলা আর পি এফ, গুয়েন্দা বিভাগ মিলে এই অভিযান চালায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রথমে জানাই কলকাতা যাবে। পরবর্তী সময়ে পুলিশের জোর জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে বেআইনি পথে ভারতে এসেছে। তাদের মধ্যে দুজন বাংলাদেশি এবং একজন ভারতীয় দালাল সহ দুবছরের একটি শিশু। তারপর পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ নিয়ে আগরতলা জিআরপি থানায় একটি মামলা গ্রহণ করা হয়। ধৃতদের নাম আরাফাত হোসাইন, বয়স ২৯, বাড়ি বাংলাদেশ ঢাকায়, জিনাত এরা, বয়স ৩৪, বাড়ি বাংলাদেশ ঢাকা এবং শচীন কুমার, বয়স ২২, বাড়ি বিহারে সমষ্টিপুর এলাকায়।