স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ ফেব্রুয়ারি : বিশালগড় নিচের বাজারে বাইক দুর্ঘটনায় আহত চালক সহ পথচারী। এদিন সোমবার গভীর রাতে রঞ্জন সাহা নামে এক যুবক এক অনুষ্ঠান থেকে বাইক নিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে দ্রুত গতিতে থাকায় বিশালগড় নিচের বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী হরিপদ দাস নামে এক বয়স্ক ব্যক্তিকে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় বাইক সহ রাস্তায় ছিটকে পড়ে যায় চালক রঞ্জন সাহা এবং পথচারী হরিপদ দাস। যথাসময়ে তাদেরকে অগ্নি নির্বাপক দপ্তরে কর্মীরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে হাঁপানিয়া হাসপাতালে রেফার করে। আশ্চর্যের বিষয় বিষয় হলো বিশালগড় মহকুমা হাসপাতাল থেকে রোগীর রেফার করার দীর্ঘ সময় পর্যন্ত অ্যাম্বুলেন্সের দেখা নেই।
পরে হাসপাতালে অ্যাম্বুলেন্স না থাকার অভিযোগ ঘিরে দেখা দেয় ব্যাপক উত্তেজনা। রোগীর পরিবার এবং চিকিৎসকের কাছ থেকে জানা যায়, বিশালগড় নিচের বাজারে বাইক দুর্ঘটনায় আহত হয় দুইজন। আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায় অগ্নিনির্বাপক দপ্তরে কর্মীরা। আহতদের অবস্থা আশঙ্কাজনক দেখতে পেয়ে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে হাঁপানিয়া হাসপাতালে রেফার করেন। অথচ বিশালগড় মহকুমা হাসপাতালে অ্যাম্বুলেন্স না থাকার অভিযোগ করলেন রোগী ও তার আত্মীয় পরিজন। এদিকে কর্তব্যরত চিকিৎসক জানান, বিশালগড় মহকুমা হাসপাতালে দুটি অ্যাম্বুলেন্স রয়েছে, একটি অ্যাম্বুলেন্স ১০২ নম্বরে ফোন করে বুকিং করতে হয়। তারপর রোগী নিয়ে যাওয়ার জন্য হাজির হয় অ্যাম্বুলেন্স। বিশালগড় মহকুমা হাসপাতালের অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে এ ধরনের অভিযোগ রীতিমতো বহু আগের। অথচ হুঁশ ফিরছে না স্বাস্থ্য দপ্তরের।