স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ ফেব্রুয়ারি : এলাকাবাসীর চাপে পড়ে নেশা কারবারিকে জালে তুলতে বাধ্য হলো অরুন্ধতী নগর থানার পুলিশ। অভিযুক্ত নেশায় কারবারির নাম বিপ্লব দে। তার বাড়ি অরুন্ধতী নগর থানাধীন সিপার্ট সংলগ্ন এলাকায়।
এ বিষয়ে অরুন্ধতীনগর থানার ওসি জানান, অভিযুক্ত বিপ্লব দে দীর্ঘদিন ধরে এলাকায় নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট, এসকফ সিরাপ এবং বাউন সুগার বিক্রি করে চলেছে। পুলিশ তাকে মঙ্গলবার সকাল ১১ টার নাগাদ আটক করেছে। পুলিশ তার কাছ থেকে লক্ষাধিক টাকার নেশা জাতীয় সিরাপ এবং ব্রাউন সুগার আটক করেছে। তার বিরুদ্ধে এনডিপিএস ধারা অনুযায়ী মামলা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। পুলিশের ধারণা তার সাথে আরো অনেকে জড়িত আছে। দীর্ঘদিন ধরে সে এলাকার যুবকদের কাছে নেশা জাতীয় দ্রব্য বিক্রি করছে।