স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ ফেব্রুয়ারি : রাজধানীর অরুন্ধতী নগর থানাধীন গজারিয়া এলাকাবাসী এক বাংলাদেশীকে তুলে দিল পুলিশের হাতে। অভিযুক্ত বাংলাদেশের নাম আলিফ হোসেন। বয়স ২১। তার বাড়ি বাংলাদেশ ঠাকুর গাও জেলায়। পুলিশ তার কাছ থেকে প্রাথমিকভাবে জানতে পারে দীর্ঘ এক বছর ধরে রাজ্যে অবস্থান করছে।
সোমবার সে বাংলাদেশ যাওয়ার জন্য গজারিয়া এলাকায় গিয়ে ঘোরাফেরা করছিল। তখন তাকে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারা অনুযায়ী মামলা নিয়েছে পুলিশ। অভিযুক্ত বাংলাদেশের কাছ থেকে আটক করা হয়েছে আট হাজার টাকা। পুলিশ তদন্ত করছে সে কিভাবে বাংলাদেশ থেকে ভারতে এসেছে। ভারতীয় দালালদের পুলিশ জালে তুলতে সব ধরনের চেষ্টা করবে বলে জানান অরুন্ধতীনগর থানার ওসি।