Wednesday, March 19, 2025
বাড়িরাজ্যবিধায়ক তফাজ্জল হোসেনের কর্মকান্ডের প্রতিবাদে সরব হল প্রদেশ এনএসইউআই

বিধায়ক তফাজ্জল হোসেনের কর্মকান্ডের প্রতিবাদে সরব হল প্রদেশ এনএসইউআই

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ ফেব্রুয়ারি : ডাবল ইঞ্জিনের সরকারের সময়ে সবকিছুই সম্ভব। সোমবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্রে নিয়ম ভঙ্গ করে প্রবেশ করে তা প্রমান করে দিয়েছেন বিধায়ক তফাজ্জল হোসেন। দশম শ্রেণী উত্তীর্ণ বিধায়ক তফাজ্জল হোসেন পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে পরীক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট করে তাদেরকে জ্ঞান দান করেন। এই ঘটনা প্রকাশ্যে আসার পর বিভিন্ন মহলে সমালোচনার ঝড় শুরু হয়ে যায়।

 বিধায়ক তফাজ্জল হোসেনের কর্মকাণ্ড নিয়ে মঙ্গলবার শিক্ষা ভবনে গিয়ে শিক্ষা দপ্তরে ডেপুটেশন প্রদান করল এনএসইউআই। এইদিন এনএসইউআই-র পক্ষ থেকে এক প্রতিনিধি দল শিক্ষা ভবনে গিয়ে শিক্ষা দপ্তরে ডেপুটেশান প্রদান করে। ডেপুটেশন প্রদানের পর প্রতিনিধি দলের এক সদস্য জানান বক্সনগরের বিধায়ক তফাজ্জল হোসেন নিয়ম ভঙ্গ করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে পরীক্ষার্থীদের জ্ঞান দান করেছেন। তিনি পরীক্ষার্থীদের মনোযোগ নষ্ট করেছেন।

 তিনি দাবি জানান বিধায়ক তফাজ্জল হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হোক। এবং তার বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হোক। বিধায়ক তফাজ্জল হোসেনের কর্মকাণ্ড নিয়ে ইতিমধ্যে সমালোচনা শুরু হয়ে গেছে বিভিন্ন মহলে। প্রশ্ন উঠতে শুরু করেছে ১৪৪ ধারা ভঙ্গ করে বিধায়ক তফাজ্জল হোসেন কি করে সাঙ্গপাঙ্গদের নিয়ে পরিক্ষা কেন্দ্রে প্রবেশ করেছেন। একই সাথে দাবি উঠেছে বিধায়ক তফাজ্জল হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। এখন দেখার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ কি ব্যবস্থা গ্রহণ করে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য