স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ ফেব্রুয়ারি : মঙ্গলবার থেকে শুরু হল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা। একই দিনে শুরু হয়েছে মাধ্যমিক সমতল মাদ্রাসা আলিম পরীক্ষা। রাজ্যে ৬৮ টি পরীক্ষা কেন্দ্রের আওতাধীন ১৪৫ টি বিদ্যালয়ে পরীক্ষা শুরু হয়। মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৯ হাজার ৬৭১ জন। দুপুর ১২ টা থেকে শুরু হয় পরীক্ষা, চলে দুপুর তিনটা ১৫ মিনিট পর্যন্ত। প্রথম দিন ছিল ছাত্র-ছাত্রীদের ইংরেজি পরীক্ষা। পরীক্ষা কেন্দ্রের বাইরে ছিল অভিভাবকদের ভিড়।
ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে আধিকারিকরা বিভিন্ন পরীক্ষায় কেন্দ্রে গিয়ে ছাত্র-ছাত্রীদের জন্য বসার জায়গা, ক্লাসরুম, পানীয় জল, বিদ্যুৎ এবং শৌচালয় সহ সমস্ত ব্যবস্থাপনা সঠিক বন্দোবস্ত রয়েছে কিনা খতিয়ে দেখেন। পরীক্ষায় ঘিরে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই রাজ্যে। শান্তিপূর্ণভাবে প্রথম দিন পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে যতদূর জানা যায় সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমা বক্সনগর গ্রাম উন্নয়ন ব্লকের পুটিয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এক পরীক্ষা থেকে হাতে লিখে অ্যাডমিট কার্ড প্রদান করা হয়েছে। যারা গেছে এই পরীক্ষার্থী পরীক্ষায় বসার আবেদন করতে দেরি করেছে। তাই পরীক্ষার্থীর ভবিষ্যতের কথা চিন্তা করে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ হাতে লিখে আপৎকালীন একটি এডমিট প্রদান করেছেন। পরবর্তী সময় তাকে পূর্ণাঙ্গ এডমিট কার্ড দেওয়া হবে। প্রথম দিন ছাত্র-ছাত্রীদের পরীক্ষার শান্তিপূর্ণভাবেই হয়েছে বলে জানা যায় ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে।