স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ ফেব্রুয়ারি : সোমবার আর.বি.আই-র পক্ষ থেকে আর্থিক স্বাক্ষরতা ও নারি সমৃদ্ধি বিষয়ক এক কর্মসূচির আয়োজন করা হয়। রাজধানীর হোটেল পোলো টাওয়ারে হোটেলে এই কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু সহ অন্যান্যরা।
এইদিনের কর্মসূচির উদ্বোধন করেন রাজ্যপাল। পরে অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু মহিলাদের আর্থিক স্বাক্ষরতার উপর গুরুত্ব দেন। পাশাপাশি তিনি বলেন একটা সময় ব্যাঙ্ক ঋন দেওয়ার পূর্বে গ্যারেন্টি চাইত। ধীরে ধীরে ঋন প্রদান ও গ্রহণের মধ্যে সরলতা এসেছে। সরকারি ভাবে বিভিন্ন প্রকল্পের মাধ্যমেও বর্তমানে ঋন দেওয়া হয়। বর্তমানে স্বসহায়ক দলের মাধ্যমেও ঋন প্রদান করা হয়।