Wednesday, March 26, 2025
বাড়িরাজ্যআগুনে পুড়ে ছাই আই পি এফ টি -র নেতার বসত ঘর

আগুনে পুড়ে ছাই আই পি এফ টি -র নেতার বসত ঘর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ ফেব্রুয়ারি : বিধ্বংসী আগুনে পুড়ে ছাই বিশ্রামগঞ্জ বাঁশতলী ভিলেজের আই পি এফ টি -র সহ সভাপতি পিন্টু দেববর্মার বসত ঘর। ঘটনা বিশ্রামগঞ্জ বাঁশতলি এডিসি ভিলেজের বয়রামুড়া এলাকায়। সোমবার সকালে পিন্টু দেববর্মা রান্না ঘরে আচমকাই গ্যাসের সিলিন্ডার থেকে আগুন গ্রাস করে নেয় পুরো ঘর। আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে গোটা ঘরের সমস্ত আসবাবপত্র পুড়ে ছারখার করে দেয়।

কোনরকম প্রাণী বেঁচে ঘর থেকে বেরিয়ে আসেন পিন্টু দেববর্মা। সোমবার দুপুরে বিশ্রামগঞ্জ ডিভিশন আইপিএফটি ভাইস প্রেসিডেন্ট পিন্টু দেববর্মার বাড়িতে আগুন লাগার খবর পেয়ে ছুটে আসে ত্রিপুরা ইয়ুথ আইপিএফটির সভাপতি বিকাশ দেববর্মা সহ আইপিএফটির কর্মীরা। কথা বলেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে। তবে রাস্তার বেহাল দশার ধরুন  বিশ্রামগঞ্জ অগ্নি নির্বাপক দপ্তরে ইঞ্জিন ঘটনাস্থলে সময়মতো ছুটে যেতে পারেনি অভিযোগ করলেন ক্ষতিগ্রস্ত পিন্টু দেববর্মার। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থেকে সর্বদা সহযোগিতা করার আশ্বাস দিলেন ইউথ আইপিএটির রাজ্য সভাপতি বিকাশ দেববর্মা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য