স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ ফেব্রুয়ারি : আমবাসা মহকুমার উপনগর এলাকায় নিজ বাড়িতে গুলি বিদ্ধ এক মহিলা। আহত মহিলার নাম নীলিমা রিয়াং, বয়স আনুমানিক ২৭ বছর। আহত মহিলার পরিবারের এক সদস্যা জানান সকাল ৯ টা নাগাদ ঘরে বসে পাছড়া তৈরি করছিলেন নীলিমা। সেই সময় আচমকা গুলি এসে নিলিমার হাঁটুর উপরে পায়ে গুলি লাগে। গুলি পায়ের এক পাস দিয়ে প্রবেশ করে অন্য পাস দিয়ে বেরিয়ে যায়।
পরবর্তী সময় পরিবারের লোকজন ঘটনা প্রত্যক্ষ করে দমকল বাহিনীর কর্মীদের খবর দেয়। আমবাসা দমকল বাহিনীর কর্মীরা আহত নীলিমা রিয়াংকে উদ্ধার করে কুলাই জেলা হাসপাতালে পৌঁছে দেয়। বর্তমানে কুলাই জেলা হাসপাতালে চিকিৎসা চলছে আহত নীলিমা রিয়াং-এর।