Saturday, March 22, 2025
বাড়িরাজ্যবিভিন্ন দপ্তরে ৩১৩ টি শূন্য পদ পূরণ করার সিদ্ধান্ত মন্ত্রীসভার বৈঠকে

বিভিন্ন দপ্তরে ৩১৩ টি শূন্য পদ পূরণ করার সিদ্ধান্ত মন্ত্রীসভার বৈঠকে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ ফেব্রুয়ারি : শনিবার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার উপস্থিতিতে অনুষ্ঠিত হয় রাজ্য মন্ত্রীসভার বৈঠক। এই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সোমবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে বৈঠকে গৃহীত সিদ্ধান্তের বিষয়ে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। সাংবাদিক সম্মেলনে তিনি জানান বন দপ্তরের অধিন ফরেস্ট গার্ডের ১০৪ টি শূন্য পদ সৃষ্টি করে পূরণ করা হবে। বন দপ্তর নিজে একটি বোর্ড তৈরি করবে। সেই বোর্ড পরীক্ষার মাধ্যমে এই ১০৪ টি শূন্য পদ পূরণ করবে। সহসাই শূন্য পদ গুলি পূরণ করা হবে।

 অর্থ দপ্তরের অধিন ১৪০ টি অডিটরের পদ সৃষ্টি করে সেই গুলি পূরণ করা হবে। কারন যে সকল ট্রেজারি গুলি রয়েছে সেই গুলিতে অডিটরের সংখ্যা খুবই কম। তাই মন্ত্রীসভায় এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি আরও জানান অর্থ দপ্তরের অধিন একটি বোর্ড গঠন করা হবে। সেই বোর্ড নিরপেক্ষ ভাবে পরীক্ষা নিয়ে ১৪০ টি অডিটরের শূন্য পদ পূরণ করবে। কোপারেটিভ দপ্তরের অধিন ৩০ টি অডিটর, ইনভেস্টিগেটর, স্টেটিস্টিকেল ইনভেস্টিগেটর ও গ্রুপ-সির শূন্য পদ পূরণ করা হবে। অর্থ দপ্তর ইতিমধ্যে শূন্য পদ গুলি পূরণ করার জন্য অনুমোদন দিয়ে দিয়েছে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিন আইসিডিএস সুপারভাইজারের ৩৪ টি শূন্য পদ পূরণ করা হবে।

টিপিএসসি পরীক্ষার মাধ্যমে এই শূন্য পদ গুলি পূরণ করবে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী।পর্যটন দপ্তরের অধিন ইউডিসি-২ টি ও গ্রুপ-ডি ৩ টি শূন্য পদ পূরণ করা হবে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। ইউডিসি-২ টি শূন্য পদ পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধিন বায়ো মেডিক্যাল ইঞ্জিনিয়ারের দুইটি পদ সৃষ্টি করে পূরণ করা হবে। রাজ্য সরকারের নিয়োগ নীতি মেনে পরীক্ষার মাধ্যমে এই শূন্য পদ দুইটি পূরণ করা হবে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী।মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিকদের এক প্রশ্নের জবাব দিতে গিয়ে বলেন পুনঃনির্মিত মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের উদ্বোধনের জন্য এখনো কোন চূড়ান্ত করা হয় নি দিনক্ষণ। হিন্দু শাস্ত্র অনুযায়ী এপ্রিল মাসের ৭ তারিখ ভালো দিন। তাই সেই দিন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীকে ত্রিপুরা সুন্দরী মন্দির উদ্বোধন করার জন্য আসার আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এখনো চূড়ান্ত কোন কিছু জানানো হয় নি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য