স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ ফেব্রুয়ারি : ছোট ভাইকে খুন করে পলাতক অভিযুক্ত বড় ভাই গ্রেফতার। ঘটনা মেলাঘর তৈবান্দাল ধনমুড়া এলাকায়।ধৃতের নাম বিজয় দেববর্মা। পুলিশ অভিযুক্তকে তার মেয়ের শশুর বাড়ি মির্জা থেকে আটক করেছে।
জানা যায়, গত শনিবার রাতে বড় ভাই বিজয় দেববর্মা তার ঘরে বক্সে গান লাগিয়ে আনন্দ ফুর্তি করছিল, কিন্তু ভলিওমের সাউন্ড এতটা বেশি ছিল, যার ফলে ছোট ভাই অমিতাভ বচ্চন দেববর্মা তার বড় ভাই বিজয় দেববর্মাকে বলে বক্সের সাউন্ড কমাতে বলে। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে শুরু হয় ঝগড়া, শেষ পর্যন্ত হাতাহাতি। এরপর বড় ভাই বিজয় দেববর্মা ঘর থেকে ধারালো অস্ত্র এনে ছোট ভাই অমিতা বচ্চন দেববর্মার শরীরে এলোপাথাড়ি আঘাত করতে থাকে। এতে ঘটনাস্থলে ছোট ভাই অমিতাভ বচ্চন দেববর্মার মৃত্যু হয়। অমিতা বচ্চন দেববর্মার স্ত্রী তার স্বামীকে বাঁচাতে গেলে তিনিও আহত হন। ধৃত বড় ভাইয়ের বিরুদ্ধে নির্দিষ্ট ধারা অনুযায়ী মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।