স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ ফেব্রুয়ারি : সোমবার সকালে উদয়পুর মাতাবাড়ি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এটিএম কাউন্টারে আগুন দেখতে পায় পথচারীরা। খবর দেওয়া হয় উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরে। খবর পেয়ে ছুটে আসে অগ্নি নির্বাপক দপ্তরের একটি ইঞ্জিন। তারা গিয়ে দেখতে পায় মাতাবাড়ি ভিআইপি গেইট সংলগ্ন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে এটিএম কাউন্টারে আগুন।
এটিএম কাউন্টারের ভিতরে আগুনের লেলিহান শিখা দেখে দমকলের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে। বেশ কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। পরবর্তী সময়ে সাংবাদিকদের সামনে মুখোমুখি হয়ে অগ্নি নির্বাপক দপ্তরের পক্ষে জানানো হয় শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে মনে করা হচ্ছে। পরবর্তী সময় তারা তদন্ত করবে বলে জানান। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল সৃষ্টি হয়েছে এলাকায়।