Friday, March 21, 2025
বাড়িখেলাঅল ইন্ডিয়া পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৫ -এর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

অল ইন্ডিয়া পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৫ -এর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ ফেব্রুয়ারি : প্রথম বারের মতো অল ইন্ডিয়া পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৫ শুরু হয়েছে ত্রিপুরা রাজ্যে। সোমবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে টুর্নামেন্টের উদ্বোধন হয়। ৭ মার্চ পর্যন্ত চলবে এই অল ইন্ডিয়া পুলিশ ফুটবল টুর্নামেন্ট। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা উদ্বোধনের পর বক্তব্য রেখে বলেন, জনগণের মনে পুলিশ নিয়ে একটা আলাদা ধারণা রয়েছে। অথচ জনগণের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি পুলিশ সামাজিক কাজকর্ম করে চলেছে।

মুখ্যমন্ত্রী ত্রিপুরা পুলিশের প্রশংসা করে বলেন, ত্রিপুরা পুলিশ রাজ্যের গর্ব। বিভিন্ন সময় ত্রিপুরা পুলিশ জাতীয় স্তরের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার জিতেছেন। ত্রিপুরার আইন-শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ সঠিকভাবে দায়িত্ব পালন করে চলেছে। যার কারনে দেশের মধ্যে আইন-শৃঙ্খলার ক্ষেত্রে ত্রিপুরা নিচের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো গত কয়েক বছরে বিভিন্ন নির্বাচনের ত্রিপুরা পুলিশ যেভাবে শান্তি পরিবেশ বজায় রাখতে কাজ করেছে। যার কারনে রাজ্যের সমস্ত মানুষের মধ্যে গণতান্ত্রিক পরিবেশ নিয়ে একটা আলাদা বিশ্বাস জন্মেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কৃতিত্ব তুলে ধরেন মুখ্যমন্ত্রী বলেন তাদের কারণে ত্রিপুরার সাব্রুম পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়েছে এবং রাজ্যে ছয়টি জাতীয় সড়ক রয়েছে।

উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে সেরা বিমানবন্দর হয়েছে ত্রিপুরার এমবিবি বিমানবন্দর। উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন না হলে গোটা দেশের উন্নয়ন হবে না সেটা বুঝতে পেরে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর পূ্র্বাঞ্চলের দিকে গুরুত্ব দিয়েছেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, দেশের বিভিন্ন রাজ্য থেকে বিএসএফ, সিআরপিএফ, আরপিএফ এবং সিআইএসএফ-এর কন্টিনজেন্ট সহ মোট ৪৬ টি দল এই টুর্নামেন্টে অংশ গ্রহণ করছে। টুর্নামেন্টে পুরুষ বিভাগে ৩৬ টি দল এবং মহিলা বিভাগে ৯ টি দল অংশ গ্রহণ করছে। টুর্নামেন্টের ম্যাচ গুলি রাজ্যের পাঁচটি স্থানে অনুষ্ঠিত হবে। যার মধ্যে রয়েছে উমাকান্ত স্টেডিয়াম, মোহনপুরের তুলাবাগান স্টেডিয়াম, জিরানিয়ার শচীন্দ্র কলোনি গ্রাউন্ড, জাম্পুইজালা গ্রাউন্ড এবং উদয়পুরের চন্দ্রপুর গ্রাউন্ড। মোট ১ হাজার ৪০০ জন খেলোয়াড় এই টুর্নামেন্টে অংশ নেবেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য