Saturday, March 22, 2025
বাড়িরাজ্যশুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ ফেব্রুয়ারি : চলতি শিক্ষা বর্ষে অনেকটাই এগিয়ে শুরু হয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক এবং সমতুল মাদ্রাসা ফাজিল কলা ও ফাজিল থিওলজির লিখিত পরীক্ষা। সোমবার দুপুর বারোটা থেকে শুরু হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা। রাজ্যের মোট ৬০ টি সেন্টারে পরীক্ষা শুরু হয়। মোট ৯৫ টি ভেন্যুতে হয় পরীক্ষা। পরীক্ষা শুরু হওয়ার পর ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডঃ ধনঞ্জয় গণচৌধুরী আগরতলা শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে যান। পরীক্ষা কেন্দ্রের মধ্যে বিদ্যুৎ, পানীয় জল এবং ছাত্রছাত্রীদের বসার জায়গা সহ বিভিন্ন ব্যবস্থাপনা সঠিকভাবে করা হয়েছে কিনা তার খতিয়ে দেখেন।

তারপর পরীক্ষা কেন্দ্র থেকে বের হয়ে তিনি জানান, শান্তিপূর্ণভাবে চলছে উচ্চমাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা। প্রথম দিন পরীক্ষা ঘিরে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা বা অশান্তির খবর নেই। শান্তিপূর্ণভাবে ৬০টি পরীক্ষায় কেন্দ্রে শুরু হয়েছে ইংরেজি পরীক্ষা। উচ্চমাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২১ হাজার ৫০৬ জন। ছাত্র-ছাত্রীদের কাছ থেকে কোনরকম অভিযোগ নেই। যারা শারীরিকভাবে দুর্বল রয়েছে তাদের জন্য পরীক্ষা কেন্দ্রগুলির মধ্যে পৃথকভাবে ব্যবস্থা করা হয়েছে। যাতে তারা পরীক্ষা দিতে বসে কোন ধরনের সমস্যার শিকার না হয়। উচ্চমাধ্যমিকে এ বছর ত্রিপুরা সংশোধনাগার থেকে কোন পরীক্ষার্থী রয়েছে বলে জানা নেই বলে জানান ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি।

মাধ্যমিক এবং সমতুল মাদ্রাসা আলিমের লিখিত পরীক্ষা শুরু হবে ২৫ ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার থেকে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হবে ২২ মার্চ এবং মাধ্যমিক পরীক্ষা শেষ হবে ১৮ মার্চ। রাজ্য পরিষদের পক্ষ থেকে প্রাকটিকেল পরীক্ষা আগেই শেষ হয়ে গেছে বলে জানা যায়। এদিকে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার প্রথম দিন ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরীক্ষা পে চর্চা কার্যক্রমে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেছেন শান্তিপূর্ণভাবে যাতে তারা পরীক্ষা দেয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য