Friday, March 21, 2025
বাড়িরাজ্য২০২২ সালের এস টি জি টি -র শূন্য পদ পূরণ করতে মুখ্যমন্ত্রীর...

২০২২ সালের এস টি জি টি -র শূন্য পদ পূরণ করতে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দাবী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ ফেব্রুয়ারি : রাজ্য সরকার ২০২২ সালের এস টি জি টি -র শূন্য পদ পূরণ করতে কচ্ছপের গতিতে এগোচ্ছে। নিয়োগ প্রক্রিয়ার ঢেলেমি গতির কারণে চাকরি প্রত্যাশী যুবকরা প্রতিনিয়ত রাস্তায় নেমে সরকারকে সজাগ করতে চাইছে। গত কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী বাড়ির সামনে থেকে পুলিশ দ্বারা চাকরি প্রত্যাশী যুবক-যুবতীরা আটক হওয়ার পর সোমবার টিআরবিটি অফিসে যায়।

 অথচ সেখানে গিয়ে টিআরবিটি দপ্তরের চেয়ারম্যানের সঙ্গে দেখা করার সুযোগ পায়নি তারা। শেষ পর্যন্ত তারা হতাশ হয়ে জানান, বর্তমানে তাদের নিয়োগ প্রক্রিয়া কি পর্যায়ে রয়েছে সেটা জানতে এসেছিল টিআরবিটি অফিসে। কিন্তু চেয়ারম্যানের সাথে দেখা করতে পারেননি তারা। তারা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে জানান অবিলম্বে যাতে এস টি জি টি উত্তীর্ণ সকলকে নিয়োগ করে সরকার।

এবং তারা জানতে পেরেছে সরকার এস টি জি টি -র মাধ্যমে আবার নতুন করে বিজ্ঞাপন জারি করতে প্রস্তুতি নিচ্ছে। বর্তমানে ১ হাজার ৮৮৭ জনের শূন্যপদ রয়েছে। সরকার চাইলে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে বলে তারা জানান। আরো বলেন তাদের মধ্যে অনেকে ঋণ নিয়ে ডিগ্রি অর্জন করে এখন চাপের মুখে রয়েছে, চাকরি না পেলে সেই দিনের বোঝা মেটাতে পারবে না। এরই মধ্যে অনেকের বাড়িতে যাচ্ছে কোর্টের নির্দেশ। তারা অনেকটাই হতাশাগ্রস্ত বলে দাবি করেন সংবাদ মাধ্যমের ক্যামেরায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য