Friday, March 21, 2025
বাড়িরাজ্যতের দফা দাবিতে ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির সভা ও ডেপুটেশন

তের দফা দাবিতে ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির সভা ও ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ ফেব্রুয়ারি : সকলের জন্য বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা সহ ১৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে উদয়পুর মহকুমার মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি উদয়পুর মহকুমা কমিটি। এইদিন ডেপুটেশান প্রদানের পূর্বে উদয়পুর শহরে এক মিছিল সংগঠিত করা হয়। মিছিল শেষে করা হয় সভা।

সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদকমন্ডলী সদস্য তথা প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক, ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি উদয়পুর মহাকুমা কমিটির সম্পাদক এবং সিপিআইএম উদয়পুর মহকুমা কমিটির সম্পাদক দিলীপ দত্ত সহ অন্যান্যরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক বলেন আরএসএস-এর আদর্শে বিজেপি দল দিল্লিতে সরকার চালাচ্ছে। যারা সমুদ্রে মাছ শিকার করে জিবিকা নির্বাহ করে তারা কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে। কারন মৎস্য ক্ষেত্রের উন্নয়নে সরকার তেমন কিছুই করছে না। মৎস্য জীবীদের নিরাপত্তার ব্যবস্থা করে নি সরকার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য