স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ ফেব্রুয়ারি : রবিবার ২২ সোনামুড়া মন্ডলের অন্তর্গত ৩৮ নং বুথে মন কি বাত অনুষ্ঠানকে কেন্দ্র করে এক উঠান সভার আয়োজন করা হয়। সভায় ১৭ পরিবারের প্রায় ৭০ জন ভোটার বিজেপিতে সামিল হয়। এর মধ্যে ১০ পরিবার কংগ্রেস এবং সাত পরিবার সিপিআইএম থেকে যোগদান করেছে। মন কি বাত অনুষ্ঠান শেষে মন্ডল সভাপতি শুভ্রজিৎ দাস এবং দলের সিপাহীজলা জেলা সভাপতি উত্তম দাস দলীয় পতাকা হাতে তুলে দিয়ে নবাগতদের দলে বরণ করে নেয়।
আগামী দিনে দলের সকল প্রকার সাংগঠনিক কর্মসূচিতে নবাগতদের সামিল হওয়ার আহ্বান জানান নেতৃত্ব। বিভিন্ন বিরোধী দল ত্যাগ করে বিজেপি -তে শামিল হাওয়া ভোটাররা জানান, এলাকায় ডাবল ইঞ্জিন সরকার উন্নয়নের ছোঁয়া দেখে তারা আপ্লুত। তাই তারাও এই উন্নয়নের কর্মকাণ্ডে শামিল হাওয়া আশায় দলে যোগ দিয়েছেন।