স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ ফেব্রুয়ারি : স্মার্ট সিটিতে চোরের আতঙ্ক মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে। লাগাতার চুরির ঘটনা সংঘটিত হলেও পুলিশ অধিকাংশ চুরির ঘটনার কিনারা করতে পারছে না। রাজধানীর ইন্দ্রনগর স্থিত জগৎপুর রামঠাকুর সেবা মন্দিরে থাবা বসায় চোরের দল। ঘটনা শনিবার রাতে তিনটার নাগাদ। রবিবার সকাল সাড়ে ছয়টার নাগাদ মন্দিরে পুজো দিতে এসে ভানুমতি আচার্য দেখতে পান মন্দিরের দরজার তালা ভাঙ্গা। তারপর ভেতরে প্রবেশ করে দেখেন প্রনামী বাক্সের তালা ভাঙ্গা এবং ঠাকুরের চরণ তুলসী সহ বিভিন্ন স্বর্ণালংকার ও সরঞ্জাম নেই।
তখন তিনি বুঝতে পারেন চুরির ঘটনা সংঘটিত হয়েছে মন্দিরে। সাথে সাথে আশেপাশের মানুষজনকে অবগত করলে তারা এসে খবর দেয় এনসিসি থানা ও অভয়নগর ফাঁড়ির পুলিশকে। পুলিশ এসে ঘটনা তদন্ত শুরু করেছে। মন্দিরের পাশে একটি বাড়ি থেকে পুলিশ সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে। লক্ষ্য করা গেছে চোখ মুখ বাঁধা এক ব্যক্তি রাত তিনটা পনের মিনিটের নাগাদ মন্দিরের আশেপাশে ঘোরাফেরা করছে। এলাকাবাসীর ধারণা এই ব্যক্তিই মন্দিরে চুরির ঘটনা সংঘটিত করেছে। এখন দেখার বিষয় পুলিশ সিসিটিভি ফুটেজ অনুযায়ী অভিযুক্ত চোরকে জারি করতে সক্ষম হয় কিনা।