স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ ফেব্রুয়ারি :রাতের অন্ধকারে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল কুড়ি বছর বয়সী যুবক। ঘটনা শ্রীনগর থানার অন্তর্গত জারুল বাছাই এলাকা থেকে। ধৃত যুবকের নাম কিশোর দেববর্মা। তার কাছ থেকে আটক হয় ১৩ কেজি শুকনো গাঁজা। পুলিশ জানায় তাদের কাছে গোপন সূত্রে খবর ছিল জারুল বাছাই থেকে আনন্দনগর এলাকায় গাঁজা নিয়ে জঙ্গল পথে যাচ্ছে এক যুবক। সে অনুযায়ী পুলিশ উৎপেতে বসে থাকে।
কিছুক্ষণ পরেই দেখতে পায় এক যুবক কাঁধে ব্যাগ নিয়ে আসছে। তারপরে পুলিশ তাকে আটক করে তল্লাশি চালাতেই উঠে আসে ১৩ কেজি শুকনো গাঁজা। ধৃত যুবকের বিরুদ্ধে মামলা নিয়েছে পুলিশ। পুলিশের ধারণা তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে তার সাথে যারা জড়িতদের নাম জানতে পারবে।