স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ ফেব্রুয়ারি : ধর্মনগর রেল স্টেশন রোড এলাকার বাসিন্দা বিপ্লব দে-র বাড়িতে থাবা বসালো চোরের দল। জানা যায় বিপ্লব দে কর্মসূত্রে দিল্লিতে থাকেন। ওনার মা একা বাড়িতে থাকতেন। বৃহস্পতিবার বিপ্লব দে-র মা বহিঃরাজ্যে এক নিকট আত্বিয়র বাড়িতে যান। এই সুযোগে শুক্রবার রাতে বিপ্লব দে-র বাড়িতে চুরির ঘটনা সংগঠিত করে চোরের দল। বিপ্লব দে-র বাড়ির সামনে দোকান রয়েছে। সেই দোকানের মালিকরা শনিবার সকালে বিপ্লব দে-র বাড়িতে জল আনতে গেলে চুরির ঘটনা প্রত্যক্ষ করেন। সাথে সাথে তারা ঘটনার বিষয়ে প্রতিবেশীদের জানান। ছুটে আসে পাড়া প্রতিবেশীরা।
ঘটনার খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। ধর্মনগর থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। বিপ্লব দে-র বাড়ির সামনে থাকা এক দোকানের মালিক জানান ওনার পাসের দোকানে মালিক প্রথম প্রত্যক্ষ করে বিপ্লব দে-র বাড়ির ঘরের দরজা খোলা। পাসের দোকানের মালিকের কাছ থেকে জানার পর তিনি বিপ্লব দে-র বাড়িতে ছুটে যান। বিপ্লব দে-র বাড়িতে গিয়ে দেখতে পান ঘরের পিছনের ও সামনের দরজা খোলা। দরজায় থাকা তালা ভাঙ্গা অবস্থায় রয়েছে। সাথে সাথে তিনি সকলকে ঘটনার বিষয়ে জানান। এইদিকে বাড়িতে কেউ না থাকায় চোরের দল ঘর থেকে কি কি নিয়ে গেছে তা জানা যায় নি।