স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ ফেব্রুয়ারি : বিশ্রামগঞ্জ এসপি অফিস সংলগ্ন এলাকার কৃষক নুর মিয়ার চাষের জমিতে থাকা জল উত্তোলনের মেশিন চুরি করে নিয়ে গেল চোরের দল। তিনি মেশিনটি জমিতে লোহার শিকল দিয়ে বেঁধে রাখতেন।
চোরের দল লোহার শিকল কেটে নিয়ে যায় তার ৩৫ হাজার টাকা দামের জল তোলার পাঁচ ঘোড়া হোন্ডা মেশিন। বিশ্রামগঞ্জ থানায় লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন কৃষক নুর মিয়া। কিন্তু বিশ্রামগঞ্জ থানা মেশিন উদ্ধার করতে পারেনি। এবং চোরের টিকির নাগাল ও পায়নি। যার ফলে ভীষণভাবে চোরদের যন্ত্রণায় আতঙ্কগ্রস্থ থানায় এলাকার নাগরিকরা।