স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ ফেব্রুয়ারি : আগামী ২৭ এবং ২৮ ফেব্রুয়ারি আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ইয়ুথ তিপরা ফেডারেশনের প্লেনারী সেশন অনুষ্ঠিত হবে। প্লেনারী সেশনে উপস্থিত থাকবেন তিপরা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ। এই প্লেনারী সেশন থেকে আগামী দিন ইয়ুথ তিপরা ফেডারেশন সহ তিপরা মথার অন্যান্য শাখা সংগঠনগুলির কাজ কর্মের দায় দায়িত্ব গ্রহণ করা হবে।
দলের সুপ্রিমোর নির্দেশ অনুযায়ী সংগঠন গুলি নিজ নিজ দায়িত্ব পালন করবে। শনিবার রাজধানীর চন্দ্র মহলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অনুষ্ঠানের ঘোষণা দেন ওয়াই টি এফ -এর সভাপতি সরোজ দেববর্মা। তিনি আরো জানান, অনুষ্ঠানে সংগঠনের সভাপতি বিজয় রাঙ্খল সহ তিপরা মথার সমস্ত বিধায়করা উপস্থিত থাকবেন। আয়োজিত প্ল্যানারি সেশনকে সামনে রেখে ২৫ ফেব্রুয়ারি একটি বাইক মিছিলের আয়োজন করা হয়েছে। সারা রাজ্যে এই বাইক মিছিল অনুষ্ঠিত হবে। রাজ্যের ২০০০ যুবক যুবতী এই প্ল্যানারি সেশনে অংশ নেবে বলে জানান তিনি।